অনুষ্ঠিত হলো পরিচালক শিলাদিত্য মৌলিক এর আয়োজনে “সিনেমা সরস্বতী”


ইন্দ্রজিৎ আইচঃ পাটুলি উপনগরি স্পোটিং গ্রাউন্ডে এই বছর দুদিন ধরে অনুষ্ঠিত হলো সরস্বতী পুজোকে ঘিরে
” সিনেমা সরস্বতী ” নামে এক মহামিলন উৎসব। এক সাংবাদিক সন্মেলনে পরিচালক শিলাদিত্য মৌলিক জানালেন আমি তিন বছর ধরে এটা করছি। বাঙালির কাছে বাগদেবীর আরাধনা মানেই সেই ছোটবেলার দিনগুলো মনে পড়ে। স্কুলে যাওয়া, অঞ্জলী দেওয়া, ভোগ খাওয়া বা পাড়ায় চাঁদা তুলে পুজো করা এখন অতীত। তবুও এই আনন্দকে মনে ধরে রাখতে এই আয়োজন আমার। এই আনন্দে সামিল হয় টলিউডের অনেক অভিনেতা অভিনেত্রী থেকে গায়ক গায়িকা। পুজো থেকে অঞ্জলী, খিচুড়ি লাবড়া চাটনি পাঁপড় ভাজা থেকে পায়েস খাওয়া থেকে সন্ধাবেলা গান বাজনা সব মিলে দারুন জমে উটেছিল দুদিনের সিনেমা সরস্বতী উৎসব ২০২৩। শাড়ি , গয়না থেকে বিভিন্ন খাবারের স্টল ছিলো এই মিলন উৎসবে। এই উৎসবে সামিল হয়েছিলেন অভিনেতা সাহেব চট্টোপাধ্যায় , সাহেব ভট্টাচার্য, অভিনেত্রী সন্দীপতা, সায়ন্তনী গুহ ঠাকুরতা, অনিন্দ্য পুলক ব্যানার্জী, ফ্যাশান ডিজাইনার ইন্দ্রনীল মুখোপাধ্যায়, পরিচালক শুভ্রজিত মিত্র সহ আরো অনেকে। সেই সঙ্গে শিলাদিত্য মৌলিক এর নতুন ছবি লুকোচুরি ছবির প্রমোশন হয়ে গেল এই দুদিনের উৎসবে। সব মিলিয়ে জমে উঠেছিল সিনেমা সরস্বতী উৎসব ২০২৩।

Indrajit Aich: Saraswati Puja was held for two days this year at the Patuli Suburban Sporting Ground.
There is a great festival called “Cinema Saraswati”. At a press conference, director Shiladitya Maulik said, “I have been doing this for three years. For Bengalis, the worship of Bagdevi means remembering those childhood days. Going to school, offering anjali, eating bhog or offering donations in the neighbourhood is now past. Still, this is my arrangement to keep this joy in mind. Many tollywood actors, actresses and singers join in this joy. From puja to Anjali, khichuri labra chutney papad bhaja to payas to playing songs in the evening, the two-day film Saraswati Festival 2023 was a great one. There were stalls of various food items from sarees, jewelry to this milan festival. Actors Saheb Chatterjee, Saheb Bhattacharya, actressEsipta, Sayantani Guha Thakurta, Anindya Pulak Banerjee, fashion designer Indranil Mukherjee, director Subhrajit Mitra and many others attended the festival. At the same time, Shiladitya Maulik’s new film Lukochuri was promoted in this two-day festival. All in all, the Film Saraswati Festival 2023 was frozen.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights