ইন্দ্রজিৎ আইচঃ ছোটদের শৈশব হারিয়ে যাচ্ছে এই ডিজিটালের যুগে। ছোটবেলা থেকেই মোবাইল, ইন্টারনেট, হোয়াটস অ্যাপ সব ধরণের আধুনিক অ্যাপ তাদের মানসিকতা বদলে দিচ্ছে। এই নিয়েই নিতু ফিল্মস প্রোডাকশনের ব্যানারে মুক্তি পেতে চলেছে “শৈশব”। পরিচালক শিবু ও ডি মুখোপাধ্যায়। মিন্টু পার্কের কাছে এক বিলাসবহুল হোটেলে এক সাংবাদিক সম্মেলনে এই ছবির প্রযোজক নবনীতা ও শিবপ্রসাদ ভট্টাচার্য জানালেন আমরা এই শৈশব ছবির মাধ্যমে বাংলার শহর ও গ্রাম এর জীবন কে তুলে ধরেছি। এই দিন এই ছবির গান ও ট্রেলার লঞ্চ হয়ে গেলো। উপস্থিত ছিলেন গায়ক রূপঙ্কর, তীর্থ, প্রযোজক, পরিচালক ও ছবির সকল অভিনেতা – অভিনেত্রী। ছবিতে দুইটি গান গেয়েছেন রূপঙ্কর ও তীর্থ। সঙ্গীত পরিচালনা সঞ্জীব দাস, এই ছবির সহ প্রযোজক হলেন গৌতম গিরি ও প্রভাংশু শেখর দে। ক্যামেরা কৃষ্ণেন্দু নস্কর। সম্পাদনা শান্তনু গাঙ্গুলি। ছবির শুটিং হয়েছে ২২ দিন ধরে ডায়মন্ডহারবার ও বখখালিতে। অভিনয় করেছেন গোরা ধর , পিয়া চৌধুরী, গোপালকৃষ্ণ চক্রবর্তী, তারখ চৌধুরী, দেবব্রত বিশ্বাস, মানিক দে, গোবিন্দ পাল, ভুবন মৃধা, শিশু শিল্পী সায়ন্তিকা , শীর্ষ , শতরূপা নস্কর সহ আরো অনেকে। সাংবাদিক সন্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিচালক মিলন ভৌমিক।
Indrajit Aich: Children’s childhood is being lost in this digital age. Since childhood, mobile, internet, WhatsApp, all kinds of modern apps are changing their mindset. With this, “Childhood” is going to be released under the banner of Neetu Films Productions. Directed by Shibu and D. Mukherjee. At a press conference at a luxury hotel near Mintu Park, the film’s producers Nabaneeta and Shibprasad Bhattacharya said, “We have highlighted the life of bengal’s cities and villages through this childhood film. On this day, the song and trailer of this film were launched. Singer Rupankar, Tirtha, producer, director and all the actors and actresses of the film were present. Rupankar and Tirtha have sung two songs in the film. The music is directed by Sanjib Das and co-produced by Gautam Giri and Prabhanshu Shekhar Dey. The camera is Krishnendu Naskar. Edited by Shantanu Ganguly. The shooting of the film took place for 22 days in Diamond Harbour and Bakhkhali. Gora Dhar, Piya Chowdhury, Gopalkrishna Chakraborty, Tarakh Chowdhury, Debabrata Biswas, Manik Dey, Gobinda Pal, Bhuban Mridha, child artist Sayantika, Top, Satarupa Naskar and many others have acted. Director Milon Bhowmik was present as the special guest at the press conference.