১৯ মে মুক্তি পাচ্ছে “মহাভোজ”


ইন্দ্রজিৎ আইচ: খোয়াই আর্টস নির্মিত ছবি ” মহাভোজ ” মুক্তি পাচ্ছে আগামী ১৯ মে শুক্রবার। ছবি মুক্তির আগে কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে
ছবির ট্রেলার লঞ্চ হলো। এই সন্মেলনে উপস্থিত ছিলেন ছবির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ, পরিচালনা ও প্রযোজনা মনোজ দাস, সহ প্রযোজনা ড: সুচিস্মিতা দাস, সঙ্গীত পরিচালক নাজমুল হক, ছবির মূল ক্ষুদে অভিনেতা নীল দাস, অভি ঘোষাল, সঞ্জয় রায়চৌধুরী, ইন্দ্রনীল রায়চৌধুরী, বিমান চক্রবর্তী, শিল্পা দাস, শামাসিস পাহাড়ি সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন। পরিচালক মনোজ দাস জানালেন শঙ্কর দেবনাথ এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এই ছবির মূল গল্পটি হলো বাঁচার লড়াই, মানুষের সংগ্রাম এর কথা, অন্যায় অবিচারের গল্প বলবে এই ছবি। এই ছবির শুটিং হয়েছে বসিরহাটে। এই ছবিতে গান গেয়েছে নাজমুল হক, মৌমিতা বৈরাগী ও উজানিয়ার শিল্পীরা।

Produced by Khowai Arts, “Mahabhoj” is slated to release on Friday, May 19. At a press conference at the Kolkata Press Club ahead of the film’s release
The trailer for the film has been launched. The film’s story, screenplay, dialogues, direction, and production Manoj Das, co-production Dr. Suchismita Das, music director Nazmul Haque, the film’s original small actors Nil Das, Abhi Ghoshal, Sanjay Roy Chowdhury, Indranil Roy Chowdhury, Biman Chakraborty, Shilpa Das, Shamsis Pahari were present at the conference. Director Manoj Das says Shankar Debnath plays the lead role in the film. The main story of this film is the struggle for survival, the struggle of the people, and the story of injustice. The film was shot in Basirhat. Nazmul Haque, Moumita Bairagi, and Ujania have sung songs in this film.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights