ধর্মের চেয়ে মানুষ বড় এটাই বাংলা সিনেমা সদ্গতি


Own report: মুন্সি প্রেমচাঁদের গল্প অবলম্বনে বড় পর্দায় আসতে চলেছে বাংলা সিনেমা সদ্গতি। ধর্মের চেয়ে মানুষ বড় এটাই এই সিনেমার মূল বার্তা। ভারতের সমাজ বেবস্থা গড়ে উঠেছিল জাতি ভেদের ওপর। সেই জাতিভেদ প্রথাকে সমূলে উপড়ে ফেলার কথা বলতেন মুন্সি প্রেমচাঁদ। সেই জাতিভেদ প্রথার বিরুদ্ধে এবং সবার ওপর মানুষ সত্য এই বার্তা দিতেই তৈরী হচ্ছে সিনেমাটি। সম্প্রতি কলকাতার রামমোহন লাইব্রেরিতে সিনেমাটির পোস্টার লঞ্চ ও ফার্স্ট লুক প্রকাশিত হল। সোমনাথ সাঁতরার পরিচালনায় , রঞ্জন কুমার দে ও সোমনাথ সাঁতরার প্রযোজনায় তৈরী হচ্ছে সিনেমাটি। সিনেমাটিতে দুখিয়ার চরিত্রে অভিনয় করেছেন শুভঙ্কর ঘটক , রঘুয়ার চরিত্রে অভিনয় করেছেন অর্ণব আচার্য্য , ঝুরিয়ার চরিত্রে অভিনয় করেছেন সানিয়া মন্ডল এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অর্চন বিশ্বাস , সুদীপ্ত চ্যাটার্জী ,পূরবী চক্রবর্তী। সিনেমাটির পুরুলিয়া এবং মেদিনীপুরের বিভিন্ন অংশে শুটিং করা হয়েছে।

Own report: Bengali movie Sadgatti based on the story of Munshi Premchand is going to hit the big screen. The main message of this movie is that people are bigger than religion. Indian society was built on caste differences. Munshi Premchand used to talk about uprooting that caste system. The movie is being prepared to give the message that people are true against the system of caste discrimination. Recently the poster launches and first look of the movie was released at the Rammohan Library in Kolkata. The movie is being directed by Somnath Santra, produced by Ranjan Kumar Dey and Somnath Santra. In the movie Shubhankar Ghatak played the role of Dukhya, Arnab Acharya played the role of Raghua, Sania Mondal played the role of Jhuriya also Archan Biswas, Sudipta Chatterjee, Puravi Chakraborty played various roles. The movie has been shot in different parts of Purulia and Medinipur.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights