ইন্দ্রজিৎ আইচঃ প্রয়াত জনপ্রিয় সাহিত্যিক বুদ্ধদেব গুহর প্রেমের গল্প “প্রাপ্তি” ছবি মুক্তি পাচ্ছে আগামী ১০ ই জুন ২০২২ শুক্রবার। ছবিটি পরিচালনা করেছেন অনুরাগ পতি। সম্প্রতি সার্দান এভিনিউ এর কাছে এক হোটেলে এই ছবির মিউজিক লঞ্চ হয়ে গেলো। এক সাংবাদিক সম্মেলনে এই ছবির পরিচালক অনুরাগ পতি জানালেন ছবিটা একটা মিষ্টি প্রেমের গল্প। তিনটি গান আছে ছবিতে। গান গেয়েছেন অমৃতা সিং, রেখা ভরদ্বাজ, শ্রাবণ ভট্টাচার্য। সংগীত পরিচালনা করেছেন শ্রাবণ ভট্টাচার্য। কথা ও সুর রিতম সেন, ব্যাক গ্রাউন্ড স্কোর করেছেন প্রিয়াঙ্কা দাস ও শুভদীপ মজুমদার। সাউন্ড ডিজাইন ও ফিল্ম মিক্সশিং করেছেন তীর্থঙ্কর মজুমদার।প্রযোজনা করেছেন প্রতুষা রোশলিন। প্রান্তিকা প্রোডাকশনের ব্যানারে ছবিটা মুক্তি পাবে। অভিনয় করেছেন সমদর্শী দত্ত, দেবদূত ঘোষ, প্রত্যুষা রোশলিন, অনন্যা পাল ভট্টাচার্য। প্রাপ্তির চিত্রগ্রহণ করেছেন সৌরভ ব্যানার্জী, সম্পাদনা করেছে পবিত্র জানা ও আর্ট ডিরেকশন কাঞ্চন চ্যাটার্জী ও সঞ্জিত হালদার। এইদিন সাংবাদিক সম্মেলনে সকল কলা কুশলীদের উপস্থিতিতে ছবির ট্রেলার ও মিউজিক লঞ্চ হলো। শিল্পীরা সকলেই আশাবাদী যে সাহিত্য ধর্মী এক ভালোবাসার ছবি “প্রাপ্তি”
দর্শকদের ভালো লাগবে।