সুন্দরবন গৌরব সম্মান ২০২২


*দক্ষিণ ২৪ পরগনা সুন্দরবন বাসন্তী থেকে শুভ ঘোষের রিপোর্টঃ ২১ অক্টোবর শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবনে বাসন্তীর শিবগঞ্জ বাজার সংলগ্ন ধনঞ্জয় চম্পাবতী স্মৃতি সভাকক্ষে আয়োজিত হলো পাল ফিল্মস প্রোডাকশন ও টাইগার নিউজ যৌথ উদ্যোগে। আজকের এই মুখ্য অনুষ্ঠানটি পরিচালনা করলেন রাহুল সেবা সোসাইটি, নিউজ সারাদিন দৈনিক পত্রিকা, সুন্দরবন ঝড়খালি সবুজ বাহিনী, বাসন্তীর চম্পা মহিলা সোসাইটি যৌথ প্রচেষ্টায় সুন্দরবনের উপর একটি তথ্যচিত্র পরিবেশন করা হয়। যার মূল কাহিনী চিত্রনাট্য ও সংলাপ ও পরিবেশনায় বিশ্বজিৎ পাল এবং সংগীত দিয়েছেন সত্যজিৎ পাল। সুন্দরবন গৌরব সম্মান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক শ্যামল মন্ডল মহাশয়, বাসন্তী চম্পা মহিলা সোসাইটির ডিরেক্টর অমল নায়েক এবং তার সুযোগ্য পুত্র অর্ঘ্য নায়েক, নিউ সারাদিন পত্রিকার সম্পাদক মৃত্যুঞ্জয় সরদার, রাষ্ট্রপতি পদপ্রাপ্ত বাউল স্বপন দত্ত মহাশয়, বিশিষ্ট অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী মৃন্ময়ী কুন্ডু , সুন্দরবন ক্যানিং মহিলা থানার ওসি মহাশয়া তনুশ্রী মন্ডল আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন।

*Shuvo Ghosh’s report from South 24 Parganas Sundarban Basanti: On October 21, 2022, the Sundarbans Pride Honor 2022 was jointly organized by Pal Films Production and Tiger News at Dhananjay Champabati Memorial Meeting Room adjacent to Shibganj Bazar of Basanti in the Sundarbans of South 24 Parganas district. Today’s main event was conducted by Rahul Sewa Society, News Saradin Daily Patrika, Sundarban Jharkhali Sabuj Bahini, Champa Mahila Society of Basanti. The main story of which is written and dialogues and presented by Biswajit Pal and the music has been given by Satyajit Pal. Local MLA Shyamal Mandal, Director of Basanti Champa Mohila Society Amol Naik and his worthy son Arghya Naik, Editor of New Saradin Newspaper Mrityunjay Sardar, President-appointed Baul Swapan Dutta Mahasaya, eminent actress and musician Mrunmayi Kundu, Officer-in-Charge of Sundarban Canning Women’s Police Station Mahasaya Tanushree Mandal and many other dignitaries were present on the occasion.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights