নিজস্ব প্রতিবেদনঃ ২রা এপ্রিল, ২০২৩ রবিবার নৈহাটি সমরেশ বসু কক্ষে এক শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে অনুশ্রুতি। অনুষ্ঠানের প্রথম নিবেদন ছিলো পিতা পুত্রের দ্বৈত তবলা লহড়া। তিনতালের পেশকার, কায়দা, গৎ, টুকরায় নিজেদের মুন্সিয়ানার পরিচয় দেন শিল্পী শ্রী সঞ্জয় দাস এবং সমন্বয় দাস। এরপর বেহাগ পরিবেশন করেন শিল্পী শ্রী পলাশ কুরি। প্রথমে রূপক তালে এবং পরে দ্রুত তিনতাল দুটি বন্দিস শোনান। শিল্পীকে তবলা এবং হারমোনিয়ামে সহযোগিতা করেন শ্রী প্রসেনজিৎ ভট্টাচার্য এবং শ্রী পিন্টু রায়। এরপর সরোদে রাগ শ্যাম কল্যান পরিবেশন করেন মাইহার ঘরানার শিল্পী শ্রী দীপ্তনীল ভট্টাচার্য্য। শিল্পীকে তবলায় সহযোগিতা করেন বেনারস ঘরানার শিল্পী শ্রী প্রাণগোপাল বন্দোপাধ্যায়।
অনুষ্ঠানের শেষ হয় পন্ডিত সুকান্ত মুখোপাধ্যায়ের গায়নের মধ্য দিয়ে। শিল্পী শোনান রাগ যোগের দুটি বন্দিস, দ্রুত তিনতাল নিবদ্ধ বন্দিসটি শিল্পীর নিজের রচনা। মিশ্র কিরয়ানি রাগে একটি ঠুংরি দিয়ে শেষ হয় সমগ্র অনুষ্ঠানটি। শিল্পীকে তবলা এবং হারমোনিয়ামে সহযোগিতা করেন সুকান্ত দেবনাথ এবং পিন্টু রায়। অনুষ্ঠানের শেষে অনুশ্রুতির কর্ণধার দীপান্বিতা গাঙ্গুলি শ্রোতাদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তিথীকলি পাল।
Own report: Anushruthi organized a classical music evening at Samaresh Bose Hall, Naihati on Sunday, April 2, 2023. The first offering of the program was the father and son duet tabla lahra. Artist Shri Sanjay Das and Sanjay Das introduced their Munsiana in tintal Peshkar, Kaida, Gat, Trakha. Then artist Shri Palash Kuri performed Behag. Play two bandis first on metaphorical rhythm and then quickly on trital. The artist was assisted on tabla and harmonium by Shri Prasenjit Bhattacharya and Shri Pintu Roy. Then the artist of the Maihar genre Sri Diptanil Bhattacharya performed Rag Shyam Kalyan in Sarode. Benares artist Shri Prangopal Bandopadhyay assisted the artist on tabla. The program ended with Pandit Sukanta Mukherjee singing. The artist sings two bandis of Raga Yoga, the bandis composed by the artist himself in a fast three-beat composition. The whole program ended with a thungri in Misra Kiryani raga. Sukant Debnath and Pintu Roy assisted the artist on tabla and harmonium. At the end of the program, Anushruthi’s conductor Deepanvita Ganguly thanked the audience. The show was hosted by Tithikali Pal.