দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো এ অংশগ্রহণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদা শহরের বুকে পায়ে হেঁটে কর্মী সমর্থক নেতৃত্বদের সাথে নিয়ে রোড শো করছেন মুখ্যমন্ত্রী। ইংরেজ বাজারের সুকান্ত মোড় থেকে এই রোড শো শুরু হয় । মালদার দুটি লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী দলের বিধায়ক বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি সকলকে সাথে নিয়ে রোড শোতে অংশগ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী। কয়েক কিলোমিটার পায়ে হেঁটে শহর বাসীর কাছে দলীয় প্রার্থীদের জয়যুক্ত করতে বার্তা রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদিবাসী নৃত্য শিল্পীদের নিয়ে এই বর্ণাঢ্য রোড শো করছেন মুখ্যমন্ত্রী। রথবাড়ি রবীন্দ্রমূর্তি পর্যন্ত রোড শো করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।