গোপাল বিশ্বাস, নদীয়া-ঃ অবশেষে শান্তিপুরের ঐতিহাসিক রাস উৎসব দেখতে শান্তিপুরের মাটিতে পা রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নদীয়ার কৃষ্ণনগরে একটি জনসভা সেরে শান্তিপুরে আসেন তৃণমূল নেত্রী, এরপর শান্তিপুরের ঐতিহ্যবাহী বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়িতে প্রবেশ করে বিগ্রহ ঠাকুর দর্শন করেন। নিজের হাতেই শ্যামসুন্দর জিওকে আরতি করেন, পাশাপাশি ফলের ডালি দিয়ে নত মস্তকে প্রণাম করেন শ্যাম সুন্দর জিউর কাছে। এরপরেই তিনি বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ি ছেড়ে শান্তিপুরের আরো এক ঐতিহ্যবাহী গোস্বামী বাড়ি বড় গোস্বামী বাড়িতে যান বিগ্রহ দেবতা দর্শন করার জন্য। সেখানেও একইভাবে বিগ্রহ দেবতার কাছে পুজো দেন মুখ্যমন্ত্রী। তবে শান্তিপুরের ঐতিহ্যবাহী রাস উৎসবে মুখ্যমন্ত্রীর প্রবেশ নিয়ে করা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা শান্তিপুরকে। অন্যদিকে আজ শান্তিপুরের রাস উৎসবের দ্বিতীয় দিন, কিন্তু গোটা শান্তিপুরে করা নিরাপত্তা থাকার কারণে বহিরাগত দর্শনার্থীরা প্রবেশ করতে পারিনি, কারণ শান্তিপুরের গুরুত্বপূর্ণ রাস্তা গুলিকে নো এন্ট্রি জোন করা হয় প্রশাসনের পক্ষ থেকে। শান্তিপুরের রাস উৎসবে এসে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি এই সময় নদীয়া জেলাকে বেছে নিয়েছি একমাত্র রাস উৎসব দেখার জন্য। আজকে আমি শান্তিপুরের রাস উৎসব দেখতে পেয়ে খুবই গর্বিত বোধ মনে করছি। তবে নদীয়াতে একদিকে যেমন জনসভা এবং প্রশাসনিক বৈঠক অন্যদিকে একই সাথে শান্তিপুরের রাস উৎসবে শামিল সবকিছুই কি রাজনীতির প্রেক্ষাপট নাকি আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে।
West Bengal Chief Minister Mamata Banerjee has finally stepped on the ground of Shantipur to witness the historic Ras festival in Santipur. After holding a public meeting at Krishnanagar in Nadia on Wednesday, the TMC leader came to Shantipur, after which she entered the traditional Vijay Krishna Goswami house of Shantipur and visited Vigraha Thakur. With his own hands, Shyamsundar performs aarti to Geo, as well as bows down to Shyam Sundar Jiu with a branch of fruit. After this, he left the House of Vijay Krishna Goswami and went to bara Goswami House, another traditional Goswami house in Shantipur, to see the deity Vigraha. In the same way, the Chief Minister also offered prayers to the deity. However, the entire Shantipur was wrapped in a blanket of security for the chief minister’s entry into the traditional Ras festival in Santipur. On the other hand, today is the second day of Ras festival in Shantipur, but due to security in the entire Shantipur, foreign visitors could not enter, as the important roads of Shantipur have been made no entry zones by the administration. Chief Minister Mamata Banerjee said, “I have chosen Nadia district at this time to see the only Ras festival. Today, I feel very proud to see the Ras Festival of Santipur. However, on the one hand, such as public meetings and administrative meetings in Nadia, on the other hand, all including the Ras festival of Shantipur, are all the context of politics or the upcoming panchayat elections are the bird’s eye of Chief Minister Mamata Banerjee. The question mark remains.