মুখ্যমন্ত্রীর উদ্যোগে কাশ্মীরে জঙ্গী হামলায় আহত মালদার দুই যুবক ফিরলেন মালদায়


মালদাঃ শ্রমিকের কাজে কাশ্মীরে গিয়ে জঙ্গী হামলায় গুলিবিদ্ধ হয়েছেন মালদার দুই যুবক। জানা যায় মালদা জেলার মালতিপুর বিধানসভা কেন্দ্রের চন্দ্রপাড়া অঞ্চলের রহমতপুর গ্রামের বাসিন্দা আনিকুল হক ও জালালপুর অঞ্চলের হজরতপুর গ্রামের নাজিমুল হক গত এক মাস আগে কাশ্মীরে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়েছিল। সেখানেই জঙ্গি হামলায় গুরুতর আহত হয় আনিকুল হক ও নাজিমুল হক। গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম ওই দুই যুবক কে কাশ্মীরের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আর এবারে সেদিকে নজর দিতে তাদের বাড়ি ফেরালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি আগেই দেখা করেছিলেন পরিবার এর সঙ্গে। আজ মুখ্যমন্ত্রীর উদ্যোগে ট্রেনে মালদা টাউন স্টেশনে এসে পৌঁছলেন দুই আহত যুবক। দুই যুবক যাতে সমস্ত সরকারি পরিষেবা পায় এবং তাদের সুবিধা অসুবিধা খতিয়ে দেখতে গিয়েছিলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বকশি, প্রসেনজিৎ দাস, মালদা জেলা INTTUC সভাপতি শুভদীপ সান্যাল, কাউন্সিলর গৌতম দাস সহ আরো অনেকে। স্টেশনে পৌঁছাবার পর দুই যুবক কে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের শারীরিক পরিস্থিতি দেখতে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দুই যুবক কে হাসপাতালে ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি নেওয়া হয় চিকিৎসার জন্য। মূখ্যমন্ত্রী তথা জেলা নেতৃত্বের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights