সিআরপিএফের আলফা ১৭৯ ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ডার শ্রীমান চন্ডীচরণ ঝাঁকে বিদায় সংবর্ধনা


নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়াঃ বরাবাজার ব্লকের বেড়াতে অবস্থিত সিআরপিএফের আলফা ১৭৯ ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ডার শ্রীমান চন্ডীচরণ ঝাঁকে বিদায় সংবর্ধনা জানালেন বরাবাজার থানার আইসি পার্থসারথি চক্রবর্তী। সিআরপিএফের ব্যাটেলিয়ান সূত্রে জানা গেছে তিনি বেড়াদা ক্যাম্পে অ্যাসিস্ট্যান্ট কমান্ডার পদে কর্তব্যরত ছিলেন। বর্তমানে তাঁর পদোন্নতি হ‌ওয়াই সিআরপিএফের গোয়ালতোড়ের ৬৬ ব্যাটেলিয়ানের ডিউটি কমান্ডারের পদে যোগ দেবেন। তাই বেড়াদা ছেড়ে যাওয়ার আগে বরাবাজার থানার এবং পুলিশের পক্ষ থেকে দেয়া হলো উষ্ণ বিদায় সংবর্ধনা।

Own Correspondent, Purulia: Assistant Commander of CRPF Alpha 179 Battalion Sriman Chandicharan gave a farewell reception to Barabazar Police Station IC Parthasarathy Chakraborty at the Barabazar block fence. According to CRPF battalion sources, he was on duty as Assistant Commander at the Berada camp. Currently, he will join the post of Duty Commander of 66 Battalion, Gowaltore, CRPF. Therefore, before leaving Barada, a warm farewell reception was given by the Barabazar police station and the police.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights