এম এল এ-র বিরুদ্ধে অভিযোগ


করিমপুর, বিশ্বজিৎ রায়ঃ আজ নদীয়া জেলার করিমপুর থানার অন্তর্গত বারবাকপুর গ্রামের হাসান আলী মন্ডল নামে এক ব্যক্তি করিমপুর ৭৭ নম্বর বিধানসভার এম এল এ-র বিরুদ্ধে অভিযোগ তোলেন। তিনি অভিযোগ করেন যে তাকে একটি রাজনৈতিক পদ পাইয়ে দেবে বলে বিধায়ক সিংহ রায় সাত লক্ষ টাকা তার কাছ থেকে নিয়েছে। এদিকে বিমলেন্দু বাবু উক্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি জানিয়েছেন এমন কাজ তিনি করতে পারেন না এবং এটি প্রমাণিত হলে তিনি রাজনীতি থেকে বিদায় নেবেন। উক্ত বিষয়ে বিধায়কের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও আমরা এর সত্যা-সত্য যাচই করি নি।

Karimpur, Biswajit Roy: A man named Hasan Ali Mandal of Barbakpur village under Karimpur police station of Nadia district lodged a complaint against the MLA of Karimpur-77 assembly constituency. He alleged that MLA Singha Roy took Rs 7 lakh from him as he would get a political post. Meanwhile, Bimalendu Babu has denied the allegations and said that he cannot do such a thing and will quit politics if it is proved. A complaint has been lodged with the police station on behalf of the MLA in this regard. Police have launched an investigation into the incident. But we didn’t tell the truth about it.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights