তিন কইন্টাল চালের অন্নে মহাসমারোহে নবদ্বীপে অনুষ্ঠিত হলো মহাপ্রভুর অন্নপ্রাশন মহোৎসব, উপস্থিত অসংখ্য ভক্ত


গোপাল বিশ্বাস, নদীয়া-: দোল পূর্ণিমা তথা শ্রীমন মহাপ্রভুর ৫৩৮ তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে নবদ্বীপের বিভিন্ন মঠ মন্দিরের সাথে মহাপ্রভু পরাস্থিত ধামেশ্বর মহাপ্রভু মন্দিরেও আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের। যার সূচনা হয়েছিল গত ১৬ই ফাল্গুন, ১লা মার্চ, সন্ধ্যায় শুভ অধিবাসের মধ্য দিয়ে, এর পর প্রতি দিনি অনুষ্ঠিত হয় বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান, সহ শাস্ত্রীয় সংগীতের আসর,সহ একাধিক অনুষ্ঠান। ৮ই মার্চ বুধবার দুপুরে অনুষ্ঠিত হলো শ্রীমন মহাপ্রভুর অন্নপ্রাশন অনুষ্ঠান। এ বিষয়ে নবদ্বীপ ধামেশ্বর মহাপ্রভু মন্দিরের ট্রাষ্টি বোর্ডের সভাপতি সুদীন গোস্বামী জানান, গতকাল গঙ্গাবারী আনয়নের পর মহাপ্রভুর অভিষেক সম্পন্ন হয়েছে। বুধবার অনুষ্ঠিত হলো তার অন্নপ্রাশন, তিনি আরও বলেন যেহেতু ভগবানের অন্নপ্রাশন সে কারণে এর নিয়ম, নিষ্ঠা থাকে সম্পুর্ন ভিন্ন আর এটার মাধুর্য আলাদা। এই অন্নপ্রাশনে মহাপ্রভুকে ১৬ টি উপকরণ দেওয়া হয়, রূপোর বল, রূপোর ঝিনুক বাটি, ঝুনঝুনি সহ নানা বিধ দ্রব্য বা সামগ্রী, এছাড়াও এদিন ভোগেও থাকছে ভিন্ন ছবি, ছাপান্ন (৫৬) রকমের নানা শাক, ভাজা, সব্জি, চাটনি সহ নানা পদ রান্না করা হয়, ভোগ নিবেদনের জন্য, এরই পাশাপাশি ১০৮ টি সড়ায় ৫৬ ধরনের মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করা হয়। তিনি আরও জানান অন্নকুট মহোৎসবে যেমন অন্নের পাহার বা গিরি গোবরধন পর্বতের আকৃতি করা হয় এদিনও এই অন্নপ্রাশন অনুষ্ঠানে ৩ কুইন্টাল চালের অন্ন দিয়ে পাহার তৈরীও করা হয়। এভাবেই নিয়ম ও প্রথা মেনে মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি উপলক্ষ্যে অন্নপ্রাশন অনুষ্ঠান সম্পন্ন হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিল দেশ বিদেশ থেকে আগত অসংখ্য ভক্ত।

Gopal Biswas, Nadia: On the occasion of Dol Purnima or the 538th auspicious advent of Shriman Mahaprabhu, various ceremonies are also organized at The Dhameshwar Mahaprabhu Temple in Mahaprabhu, along with various math temples of Nabadwip. It started on 16th Falgun, 1st March, in the evening with auspicious residence, after which various religious rituals, including classical music festivals, were held every day. Sriman Mahaprabhu’s Annaprashan ceremony was held on Wednesday, March 8 at noon. Sudin Goswami, president of the Board of Trustees of Nabadwip Dhameshwar Mahaprabhu Temple, said, “Mahaprabhu’s abhisheka was completed after bringing gangabari yesterday. His Annaprashan was held on Wednesday, he said, adding that since the Lord’s Annaprashan, its rules, devotion are completely different and its sweetness is different. In this Annaprashan, Mahaprabhu is given 16 ingredients, silver balls, silver oyster bowls, jhunjhuni, and various other items or items, as well as different pictures, various types of vegetables, fried, vegetables, chutneys are cooked in the bhog on this day, for offering bhog, as well as 56 types of sweets in 108 sarees. He also said that on the occasion of Annakuta Mahotsav, such as the shape of The Annar Pahar or Giri Gobardhan Mountain, the hill is also made with 3 quintals of rice on this Annaprashan ceremony. In this way, the Annaprashan ceremony is completed on the occasion of the auspicious arrival of Mahaprabhu in accordance with the rules and customs. Many fans from all over the country and abroad were present at the event.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights