করিমপুরে অনুষ্ঠিত হলো একটি বিরাট ইসলামী ধর্মসভা


করিমপুরঃ  আজ নদীয়ার করিমপুরে অনুষ্ঠিত হলো একটি বিরাট ইসলামী ধর্মসভা। এই অনুষ্ঠানটি এবারে ৩৪ বছরে পদার্পণ করল। বাথান পাড়া জুম্মা মসজিদ প্রাঙ্গণ এ এ অনুষ্ঠানটি হয় একদিনব্যাপী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মহিবুল্লাহ হোসাইন সাহেব দ্বিতীয় বক্তা মুফতি আব্দুল্লাহিল এবং তৃতীয় বক্তা মোঃ জালাল উদ্দিন এবং শেষ বক্তা হিসেবে ছিলেন মোহাম্মদ আমিন উদ্দিন খান সাহেব। বাথানপাড়া জলসা কমিটি দ্বারা এই অনুষ্ঠান পরিচালিত হয় তাদের নিজেদেরই অর্থানুকূল্যে।

Karimpur: A large Islamic religious meeting was held at Karimpur in Nadia today. The show has turned 34 this time. The ceremony was held on the premises of Bathan Para Jumma Mosque for a day. Md. Mohibullah Hossain sahib was present as the main speaker, Mufti Abdullahil, the second speaker and Md. Jalal Uddin, the third speaker and Mohammad Amin Uddin Khan Sahib as the last speaker. The event is conducted by the Bathanpara Jalsa Committee with their own funds.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights