সুমিত ঘোষ মালদা: মন্ত্রিসভার মন্ত্রীদের জেল খানায় থাকতে হয়। দুর্নীতির চক্র চলছে রাজ্য জুড়ে। আজ এক দলীয় কর্মসূচিতে মালদায় যোগ দিতে এসে সাংবাদিকদের এমনটাই জানালেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। উল্লেখ্য আজ ভারতের কমিউনিস্ট পার্টি মালদা জেলা কমিটির উদ্যোগে মালদা টাউন হলে কমরেড সীতারাম ইয়েচুরি ও কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণ সভার আয়োজন করা হয়েছিল। এই স্মরণ সভাতেই যোগ দিতে এসে এমন মন্তব্য করেন বিমানবাবু।