গোপাল বিশ্বাস-নদীয়া- তৃণমূল আর বিজেপিকে নিয়ে মানুষ আর অশান্তি চায় না, সন্দেশখালি তে যে ঘটনা ঘটেছে সেটা নিয়েও রাজনীতি করা হচ্ছে। সন্দেশ খালির মানুষ বোকা নয়। শনিবার রানাঘাট লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী অলকেশ দাসের সমর্থনে নির্বাচনী ভোট প্রচারের শেষ লগ্নে এসে এমনটাই মন্তব্য করলেন বামফ্রন্ট নেত্রী মীনাক্ষী মুখার্জী। শনিবার সকাল থেকেই রানাঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন বিধানসভা এলাকায় নির্বাচনী ভোট প্রচার করেন মীনাক্ষী, সাথে ছিলেন প্রার্থী অলকেশ দাস। এরপর নদীয়ার শান্তিপুর বিধানসভায় অলকেশ দাস কে সাথে নিয়ে রোড শো করেন। যদিও অসংখ্য কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্বাচনী ভোট প্রচারের মধ্যে দিয়ে মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, তৃণমূল ও বিজেপিকে নিয়ে মানুষ আর অশান্তি চায় না, এবার লোকসভা নির্বাচনে সিপিএমকেই ভরসা করবে মানুষ, কারণ একটা সময় এই সিপিএমই ৩৪ বছর সরকার টা চালিয়েছিল, তখন এ রাজ্যে কখনো দুর্নীতি হয়নি, গণতন্ত্র বজাই ছিল। যদিও রাজ্যপাল সম্পর্কে প্রশ্ন করলে এড়িয়ে যান মীনাক্ষী মুখার্জি। অন্যদিকে সন্দেশখালি প্রসঙ্গে রাজ্যের শাসক দলকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি। যদিও শান্তিপুর গোভাগার মোড় থেকে মীনাক্ষী মুখার্জির এই রোড শো শুরু হয়। এক প্রকার বলা যেতেই পারে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে করা হয় এই রোড শো।