মালদা: আবারো চুরি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটডোর বিভাগ থেকে। ব্লেড দিয়ে এক রোগীর ব্যাগ কেটে নগদ টাকা এবং মোবাইল ফোন চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। সোমবার সকালে এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর এলাকায়। জানা গেছে ওই রোগীর নাম রেহানা বিবি। বাড়ি পুখুরিয়া থানার পীরগঞ্জ। জানা যায় এই দিন সকালে বুকের সমস্যা থাকাই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোরে ডাক্তার দেখাতে এসেছিলেন তিনি। লাইনে দাঁড়িয়ে থাকার সময় কে বা কারা ব্লেড দিয়ে ব্যাক কেটে নগদ ১৫০০ টাকা এবং একটি ফোন নিয়ে চম্পট দেয়। বিষয়টি পরে জানাজানি হতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সামনে কান্নায় ভেঙে পড়েন ওই গৃহবধ। বিষয়টি মৌখিকভাবে জানানো হয় হাসপাতালের পুলিশ ক্যাম্পে। এদিকে বারবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর থেকে চুরির ঘটনা ঘটায় অন্যান্য রোগীদের মধ্যে আতঙ্ক এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে।
Malda: Theft again from the outdoor department of Malda Medical College and Hospital. An incident of theft of cash and mobile phone by cutting a patient’s bag with a blade sparked outrage. On Monday morning, there was a lot of tension around the incident in malda medical college hospital premises area. The patient’s name is Rehana Bibi. The house is at Pirganj under Pukhuria police station. It is known that this morning he had come to see a doctor in the outdoor at Malda Medical College Hospital due to chest problems. While standing in line, who or what cut the back with a blade and decamped with Rs 1500 cash and a phone. As soon as the matter came to light, the housemaid broke down in tears in front of the Malda Medical College Hospital. The matter was verbally reported to the hospital’s police camp. Meanwhile, repeated incidents of theft from the outskirts of Malda Medical College Hospital have led to panic and anger among other patients.