মালদা, ২৯ এপ্রিল: পারিবারিক বিবাদের জেরে স্ত্রী সহ শ্বশুরবাড়ির লোকদের কুড়াল দিয়ে কোপানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে। বাড়ির ছাদ দিয়ে পালাতে গিয়ে পড়ে মৃত্যু হয় স্বামীরও। শনিবার সন্ধ্যেই ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের কমলাবাড়ি বাঁধাপুকুর এলাকায়। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, অভিযুক্ত স্বামী টুবাই মন্ডল (৩৫) ভিন রাজ্যে কাজ করেন। স্ত্রীর সঙ্গে গত কয়েক মাস ধরে টুবাইয়ের ঝামেলা চলছিল। সম্প্রতি টুবাই ভিন রাজ্য থেকে বাড়িতে ফেরে। এই সময় দুবাইয়ের স্ত্রী নির্মলা মন্ডল বাবার বাড়িতে ছিলেন। টুবাই স্ত্রীকে বাবার বাড়ি থেকে ফিরিয়ে আনতে যান। অভিযোগ, নির্মলা দেবী আসতে রাজি না হওয়ায় টুবাই কুরুল দিয়ে স্ত্রী সহ পরিবারের লোকজনদের উপর আঘাত করে। ঘটনাস্থলে মৃত্যু হয় লক্ষ্মী মন্ডলের (১৪)। গুরুতর আহত অবস্থায় মেডিকেলে আনা হয় দীপ্তি সিংহ মন্ডলকে (২৪)। চিকিৎসকরা দীপ্তি মন্ডলকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে মালদা মেডিকেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে নির্মলা দেবী।
Malda, April 29: A husband has been accused of axing his wife and in-laws over a family dispute. The husband also died while escaping through the roof of the house. The incident took place on Saturday evening in Kamalbari Bandhapukur area of Engrezbazar. According to local and family sources, accused husband Tubai Mondal (35) works in a foreign state. Tubai had been having trouble with his wife for the past few months. Recently Tubai Vin returned home from the state. At this time, Dubai’s wife Nirmala Mandal was at Baba’s house. Tubai went to bring his wife back from his father’s house. Allegedly, as Nirmala Devi did not agree to come, Tubai hit the family members including his wife with Kurul. Lakshmi Mandal (14) died on the spot. Dipti Singh Mondal (24) was brought to the medical center with serious injuries. Doctors declared Dipti Mandal dead. Currently, Nirmala Devi is fighting with death in Malda Medical.