মালদা: বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্কের সি এস পি সেন্টারে ভাঙচুর এবং টাকা লুট করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে মালদা শহরের অতুলচন্দ্র মার্কেট এলাকায়। ঘটনায় আহত হয়েছে মজিদুর সরকার নামে ওই সেন্টারের মালিক। আক্রান্ত মজিদুর সরকারের অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যা নাগাদ আচমকা মদ্যপ অবস্থায় এক যুবক তার সেন্টারে হামলা চালায়। ল্যাপটপ, প্রিন্টার এবং কম্পিউটার ভেঙে ফেলা হয়। ব্যাংকে লেনদেনের ৫৪ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলায় পৌঁছায় ইংলিশ বাজার থানার পুলিশ। এই ঘটনায় রাতেই বাপ্পা হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে এই মর্মে ইংলিশ বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আক্রান্ত মজিদুর রহমানের অভিযোগ, পুরনো আক্রোশের কারণে এই হামলা। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Malda: The CSP centre of The Bengal Rural Development Bank was allegedly vandalized and money looted. The incident took place in Atulchandra Market area of Malda town. Majidur Sarkar, the owner of the centre, was injured in the incident. The victim, Majidur Sarkar, alleged that on Tuesday evening, a young man in an inebriated state attacked his center. Laptops, printers, and computers were dismantled. The bank took Tk 54,000 in the transaction. After getting the information, the english bazar police reached the spot. Police have arrested a young man named Bappa Hossain in this connection. A written complaint in this regard was lodged at English Bazar police station on Wednesday afternoon. The victim, Majidur Rahman, alleged that the attack was due to old anger. An investigation into the whole incident has begun.