মালদা: তালা ভেঙে পীর মাজারে দুঃসাহসিক চুরি। সোমবার গভীর রাত্রে ঘটনাটি ঘটেছে, ইংলিশ বাজার থানার বাগবাড়ি খোয়ার মোড় এলাকায়। মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হতেই এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উল্লেখ্য ওই এলাকায় বহু প্রাচীন একটি পীর মাজার রয়েছে। গভীর রাত্রে কে বা কারা মাজারের তালা ভেঙে দান বক্সে থাকা প্রায় ৪০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হতেই এক প্রস্থ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, পাশের বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে ঘটনা। এক যুবক মুখে চাদর বেঁধে তালা ভেঙে মাজারের ভেতরে ঢুকে। এরপর দানবক্সের তালা ভেঙ্গে প্রায় ৪০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। এই ঘটনায় ইংলিশ বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
Malda: Daring theft at Pir Mazar by breaking the lock. The incident took place late on Monday night at Bagbari Khoar Mor area of English Bazar police station. As soon as the matter came to light on Tuesday morning, there was a huge sensation in the area. It is to be noted that there is a very old pir shrine in the area. Late in the night, who broke the lock of the shrine and took around Tk 40,000 in the donation box. As soon as the matter came to light on Tuesday morning, there was a huge sensation. Local residents said the incident was caught on cctv cameras in a nearby house. A young man tied a sheet on his face and broke the lock and entered the shrine. Then he broke the lock of the monster box and took around Tk 40,000. A written complaint has been lodged at English Bazar police station in this regard. r