মালদা-ছিনতাইয়ের কবলে মা ও মেয়ে। ছিনতাই করতে এসে মা ও মেয়ের চারটি কান থেকে সোনার অলংকার ছিনিয়ে নিয়ে গেল দুষ্কৃতীরা। সঙ্গে কেটে নিয়ে গেল মেয়ের ডানকান। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার মানিকচক থানার গোপালপুর এলাকায়। আশঙ্কা জনক অবস্থায় মা ও মেয়ে চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে মা ও মেয়ের অবস্থা আশঙ্কাজনক। আহতরা হলেন মা নূরেসা বেওয়া। বয়স (৬২) বছর এবং মেয়ে রুলেখা বিবি বয়স (৪৫) বছর। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় অন্যান্য দিনের মতো গতকাল রাতে মা ও মেয়ে খাওয়া-দাওয়া করে একটাই ঘরে ঘুমাচ্ছিলেন। হঠাৎ গভীর রাতে কয়েকজন দুষ্কৃতি তাদের ঘরে ঢোকে মা ও মেয়েকে প্রথমে বেধড়ক মারধর করে। তারপরে দুইজনের দুই কান থেকে সোনার অলংকার ছিনিয়ে নেয় দুষ্কৃতী। বাধা দিতে গেলেই মেয়ের রুলেখার ডান কান পুরোপুরি ধারালো অস্ত্র দিয়ে কেটে নেয় দুষ্কৃতীরা। পাশের ঘরে ঘুমাচ্ছিলেন ছেলে তাসর উদ্দিন তার ঘরের দরজা বাইরে থেকে দুষ্কৃতীরা আটকে যায় বলে অভিযোগ। এরপর মা ও মেয়ের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। তার আগে দুষ্কৃতীরা সেইখান থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। তড়িঘড়ি দুইজনকেই চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন মা ও মেয়ে। এই ঘটনায় মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনা তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।
Mother and daughter are in the grip of malda-robbery. The miscreants snatched gold ornaments from the four ears of the mother and daughter. The girl’s Duncan was cut off with her. The incident took place in Gopalpur area of Manikchak police station in Malda district. The mother and daughter are undergoing treatment at Malda Medical College Hospital. The condition of the mother and daughter is currently critical. The injured were identified as Mother Nuresa Bewa. She is 62 years old and daughter Rulekha Bibi is 45 years old. According to local and family sources, like other days, the mother and daughter were sleeping in the same room after eating and drinking last night. Suddenly, in the late night, some miscreants entered their house and beat the mother and daughter first. The miscreants then snatched the gold ornaments from the two ears of the two. When they tried to stop, the miscreants cut off the right ear of the girl’s Rulekha with a sharp weapon. His son Tasar Uddin, who was sleeping in the next room, was allegedly trapped by miscreants from outside the door of his house. The locals then rushed to the spot shouting at the mother and daughter. Before that, the miscreants allegedly fled from there. Both of them were rushed to a local health centre for treatment. From there, he was admitted to Malda Medical College Hospital. The mother and daughter are currently undergoing treatment at Malda Medical College Hospital. A written complaint was lodged with Manikchak police station in this regard. Manikchak police have started an investigation into the incident.