“সীমানা পেরিয়ে” প্রথম দিনই হাউসফুল*


সমীর দাস কলকাতা :– চলচ্চিত্র প্রেমিক বাঙালির কাছে সুখবর | ভূবনেশ্বর দে ফিল্ম প্রযোজিত কাহিনী চিত্রনাট্য সুবীর পাল চৌধুরী পরিচালনায় দুই বাংলার ভালোবাসার কাহিনী ‘সীমানা পেরিয়ে’ আজ বাংলার একাধিক সিনেমা হলে মুক্তি পেয়েছে। | মূলত ওপার বাংলার রাইমা যখন গ্রাম পঞ্চায়েত প্রধান মমিন সাহেবের, হবু-বিবি, ঠিক এমোন সময়ে, এপার বাংলার সূর্য্য,ওর জীবনে, ঠিক সূর্যের মতোই উদয় হয়। আর ওরা, দুজন দুজনকে ভালোবেসে ফেলে। কিন্তু এই খবর মমিন সাহেব যখন জানতে পায়, তখন রাইমার পরিবারের ওপর শয়তান মমিন চালায় অ-কথ্য অত্যাচার। এদিকে পঞ্চায়েত প্রধান হওয়াতে, মমিনের ভয়ে বাংলাদেশের, কেউ মমিনের এই অত্যাচারের প্রতিবাদ করেনা,একমাত্র সূর্য্যুই এগিয়ে যায়, প্রতিবাদ করতে। ফলে, মমিনের সঙ্গে সন্মুখ সমরে পৌঁছে যায়,সূর্য্য। আর এই অবস্থা থেকে, মুক্তি পাওয়ার জন্যে সূর্য্য, রাইমা কে নিয়ে এপার বাংলায় পালিয়ে আসতে চায়। কিন্তু বাদ সাজে রাইমা। কারন, ও মুসলিম, আর সূর্য্য হিন্দু। অত:পর, সমস্যার সমাধান হয়। ওপারের রাইমা, এ পারে আবির্ভুতা হয়, সূর্য়্যের হাত ধরে-রাই রূপে। ওর হবু স্ত্রী হয়ে। সিনেমায় অভিনয় করেছেন বাংলা চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেতা দুলাল লাহিড়ী, দেবাশীষ গাঙ্গুলী, রনিৎ দে (ভূবন), জ্যোৎস্না হালদার (জুই), গৌতম শীল, মনোরমা ভট্টাচার্য, শিশু শিল্পী পিউ অধিকারী, পরিত্রাসা কুন্ডু (পিউ) এছাড়া সংগীত পরিচালক প্রদীপ বাচ্চু, সিনেমার প্রচার সচিব সমীর দাস ও অন্যান্য কলাকৌশলী।

Sameer Das Kolkata:- Good news for Bengali film lovers Produced by Bhubaneswar De Film and directed by Subir Pal Chowdhury, the love story of two Bengalis ‘Simana Periye’ was released in multiple theaters in Bengal today. | Basically Raima of Upper Bengal when village panchayat head Momin Saheb, Habu-Bibi, just at that time, the sun of Upper Bengal, in his life, rises just like the sun. And they fell in love with each other. But when Momin Sahib comes to know about this news, Satan Momin inflicts unspeakable torture on Raima’s family. Meanwhile, being the Panchayat head, fearing the Momin of Bangladesh, no one protested this torture of Momin, only Suryyu came forward to protest. As a result, the sun comes face to face with the believer. And to get rid of this situation, Surya wants to escape to Bengal with Raima. But Raima is out. Because, he is Muslim, and Surya is Hindu. Hence, the problem is solved. Raima beyond, appears on this side, holding the hand of Surya in the form of Rai. Be his future wife. Dulal Lahiri, Debashish Ganguly, Ronit Dey (Bhuban), Jyotsna Halder (Zui), Gautam Sheel, Manorama Bhattacharya, child artist Pyu Adhikari, Paritrasa Kundu (Pyu) and music director Pradeep Bachchu have acted in the movie. Secretary Sameer Das and other technicians.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights