যাদব‌পুর‌ কান্ডে‌ CPDR-র মৌন‌ মিছিল ‌


সোমবার 21 August. time -12.30 pm..মনে পড়ে‌ যাচ্ছে সেই পরিচিত গানের লাইন‌ মিলে সুর মেরা তুমারা‌ । সম্প্রতি রাজ্য‌ জুড়ে তোলপাড় ফেলে‌ দেওয়া যাদবপুর‌ কান্ডে‌ তরুণ‌ ছাত্র‌ স্বপ্নদীপ‌ কুণ্ডুর  অকাল‌ মৃত্যুর‌ প্রতিবাদে CENTRE FOR PROTECTION OF DEMOCRATIC REQUIREMENT এই সংগঠনের পক্ষ‌ থেকে এক মৌন‌ মিছিল করা হয়‌। মিছিল‌ শুরু হয় যাদবপুর‌ এইট‌ বি‌ বাস টার্মিনাল ‌থেকে ‌। মৌন‌ পদযাত্রা‌ করে মিছিল ‌ গিয়ে শেষ হয়‌ সুলেখা ‌মোড়ে ‌। CPDR-র পক্ষ‌ থেকে এই ঘটনার তীব্র নিন্দার পাশাপাশি আগামী দিনে আর‌ও বড় আন্দোলন গড়ে তোলাও হবে বলে জানান উপস্থিত সদস্য ও সদস্যরা‌। বিশ্ববিদ্যালয়ের ভেতরে কেনো সিসিটিভি ক্যামেরা নেই তাই নিয়েও সরব‌ হন CPDR-র সদস্য ও সদস্যরা‌।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর বেপরোয়া মৃত্যুর পিছনে যারা স্বশরীরে জড়িত তাদের অবিলম্বে শাস্তির দাবীতে যাদবপুর ইউনিভার্সিটির সামনে থেকে সুলেখা মোড় পর্যন্ত মৌন মিছিল করা হয়.. cpdr থেকে জানানো হয়, আমরা সংগঠনের পক্ষ থেকে পথে নেমেছি। আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। আমরা যাদবপুর থানায় Deputation জমা দেওয়া হলো, যাতে নিরপেক্ষ বিচার করা হয়,দোষীদের শাস্তির দাবিতে.. সুলেখা মোড়ে একটি পথসভার আয়োজন করা হয়। দমদম, বেহালা, সুরশুনা, টালিগঞ্জ,বজবজ, ক্যানিং, মালঞ্চ, বারাসাত, বাসন্তী, বারুইপুর, পার্ক সার্কাস, হাবড়া, মছলন্দপুর, স্বরূপনগর, হাওড়া, বসিরহাট, আমতা,আন্দুল, দক্ষিণেশ্বর, কলকাতা, বর্ধমান,কৃষ্ণনগর, গড়িয়া, বনগাঁ, ব্লক জায়গা থেকে । উপস্থিত ছিলেন: সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অতীন্দ্র ঘোষ, শ্রীমতি শেলী মুখার্জী, মাননীয় বিশ্বনাথ চাকি, চন্দ্রবান সিং, মন্টু রায়, শুক্লা মন্ডল, সৌরভ চ্যাটার্জি, তাপস রায়, মন্টু আলী, সুরবী দে, কবি আরণ্যক বসু ।www.cpdrindiahumanrights.com. Monday 21 August. time -12.30pm..remembering the lines of that famous song Sur Mila Tumara. Center for Protection of Democratic Requirement organized a silent march to protest against the untimely death of young student Swapnadeep Kundu in the Jadavpur incident that caused a stir across the state recently. The procession started from Jadavpur 8B bus terminal. The procession went on a silent march and ended at the Sulekha junction. Apart from CPDR’s strong condemnation of this incident, the members and members present said that a bigger movement will be made in the coming days. Members and members of CPDR also raised questions about why there is no CCTV camera inside the university.
A silent march was held from in front of Jadavpur University to Sulekha Mor to demand immediate punishment for those who are personally involved in the reckless death of first year student of Jadavpur University Swapnadeep Kundu. Our movement will continue. We have submitted a deputation to Jadavpur police station, so that an impartial trial is conducted, demanding punishment of the guilty.. A road meeting was organized at Sulekha intersection. Dum Dum, Behala, Surshuna, Taliganj, Bajbaj, Canning, Malanch, Barasat, Basanti, Baruipur, Park Circus, Habra, Machlandpur, Swarupnagar, Howrah, Basirhat, Amta, Andul, Dakshineshwar, Kolkata, Burdwan, Krishnanagar, Garia, Bangaon, Block from place Present: All India General Secretary Hon’ble Atindra Ghosh, Ms. Shelly Mukherjee, Hon’ble Vishwanath Chaki, Chandraban Singh, Montu Roy, Shukla Mondal, Saurabh Chatterjee, Tapas Roy, Montu Ali, Suravi Dey, Kavi Aranyak Basu. www.cpdrindiahumanrights.com.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights