মোহাম্মদ জাকারিয়াঃ উত্তর দিনাজপুরঃ ঐক্যতন বসন্ত উৎসব কমিটির পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয় বুধবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। জানা যায় সবাই মিলে রঙের রঙিন হয়ে ওঠার জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে ঐক্যতন বসন্ত উৎসব কমিটির পক্ষ থেকে। আরো জানা যায় হোলি মানে রং, এবং রং মানে সবার জীবনে নতুন করে রঙের ছোঁয়া। এদিন বাচ্চাদের সাথে বড়রাও নাচ-গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। করণদিঘী থানার আই.সি ভবেন রায় বক্তব্য রেখে বলেন সবাইকে হোলির প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। ভগবানের কাছে প্রার্থনা করছি সবাই যেন, ভালো থাকে, সুস্থ থাকে। এদিন উপস্থিত ছিলেন করণদিঘী থানার আই.সি ভবেন রায়। করণদিঘী ব্যবসায়িক সমিতির সম্পাদক। করণদিঘী থানার ট্রাফিক অফিসার রিদম সাহা। করণদিঘি বিধানসভার বিধায়কের প্রতিনিধি, করণদিঘী ব্লকের বিডিও এর প্রতিনিধি সহ ঐক্যতন বসন্ত উৎসব কমিটির মেম্বারগণ।
North Dinajpur: A cultural program and colorful procession was organized on the premises of Karandighi High School in North Dinajpur district on Wednesday under the direction of Oikyatan Basanta Utsav Committee. It is known that such an initiative has been taken by the Oikyatan Spring Festival Committee to become colorful in color together. It is also known that Holi means color, and color means a new touch of color in everyone’s life. On this day, the children and adults also participated in various cultural programs including dance and singing. Speaking on the occasion, Karandighi Police Station’s IC Bhaben Roy said, “I extend my greetings, best wishes and love to everyone. I pray to God that everyone is well and healthy. Karandighi Police Station’s IC Bhaben Roy was present on the occasion. Karandighi is the secretary of the Business Association. Traffic Officer of Karandighi Police Station Ridam Saha. Members of the Oikyatan Spring Festival Committee, including representatives of the MLA of Karandighi Assembly, representatives of the BDO of Karandighi block.