মহাজাতি সদনে দুদিন ধরে জমে উটেছিল ৪৫ তম সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ এর সমাবর্তন উৎসব


ইন্দ্রজিৎ আইচঃ প্রতিবছরের মতন দুদিন ধরে মহাজাতি সদনে অনুষ্ঠিত হয়ে গেলো ৪৫ তম সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের সমাবর্তন উৎসব। ১৯৭৬ সালে এই পরিষদ প্রতিষ্ঠা লাভ করে। ঐতিহ্য, আড়ম্বর, আধুনিকতা এবং গুরু শিষ্য পরম্পরার মধ্যে দিয়ে প্রতি বছর এই উৎসব পালন করে এই পরিষদ। এই বছর এই সমাবর্তনে ১২০০ ছাত্র ছাত্রী সংস্কৃতির নানা ক্ষেত্রের জন্যে সার্টিফিকেট গ্রহণ করে। প্রথমদিন প্রদীপ জ্বালিয়ে এই সমাবর্তনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝাড়গ্রাম সাধুরাম চাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক অমিয় কুমার পান্ডা, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আসাম ডিপ্রুগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জিতেন হাজারিকা, ছিলেন
বাংলাদেশ যশোরের প্রাচ্য সংঘের প্রতিষ্ঠাতা বেনজীন খান ও বাংলাদেশ নওগাঁ প্রেস ক্লাবের সভাপতি মহম্মদ কায়েসুদ্দিন। সকল অতিথিরা পরিষদের এই উদ্যোগকে সাধুবাদ জানায় ও সকল ছাত্র ছাত্রীদের মানপত্র প্রদান করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সর্বভারতীয় পরিষদের সম্পাদক কাজল সেনগুপ্ত। এইবছর পরিষদের পক্ষ থেকে কলামনি পুরস্কার তুলে দেওয়া হয় বিখ্যাত চিত্রকর সুব্রত গঙ্গোপাধ্যায়, চিত্রশিল্পী সমীর আইচ ও সঙ্গীত শিল্পী অলোক রায়চৌধুরীর হাতে। বিভিন্ন শিল্পের কৃত্তিতের জন্যে সর্বভারতীয় এওয়ার্ড এই বছর প্রদান করা হয় আসামের চিত্তরঞ্জন চক্রবর্তী, উত্তর ২৪ পরগনার শিবনাথ সর্ববিদ্যা, সুশান্ত সরকার, নির্মল চন্দ্র সিনহা, হুগলীর তরুণ কুমার দাস, কলকাতার তপন সরকার, ইন্দ্রজিৎ নারায়ণ, শিলিগুড়ির গুরু সঙ্গীতা চাকি ও নদীয়ার সুমিত নাথ। মঞ্চে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ নৃত্যশিল্প ড: মহুয়া মুখোপাধ্যায়, ড: থাঙ্কুমুনি কুট্টি , অভিনেত্রী মিতা চট্টোপাধ্যায়, সঙ্গীত পরিচালক কল্যাণ সেন বরাট, পণ্ডিত সমর নাগ, নৃত্য শিল্পী কোহিনুর সেন বরাট, মিতা নাগ সহ আরো অনেক শিল্পীবৃন্দ। সমাবর্তনের দ্বিতীয়দিন পুরস্কার প্রাপ্ত ছাত্র ছাত্রীরা সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।এইদিন উপস্থিত ছিলেন দুই সঙ্গীত শিল্পী নিপবিথী ঘোষ, চন্দ্রাবলী রুদ্র দত্ত, অভিনেত্রী দেবাদৃতা ও অভিনেতা রাহুল দেব বোস। সমগ্র অনুষ্ঠানটির ভাবনা ও পরিকল্পনা ছিলেন শান্তনু সেনগুপ্ত। সঞ্চালনায় ছিলেন দেবাশিস বসু।

Like every year, the convocation of the 45th All India Music and Culture Council was held at Mahajati Sadan for two days. This council was established in 1976. This festival is celebrated every year through tradition, pomp, modernity and guru shishya parampara. At this year’s convocation, 1200 students received certificates for various fields of culture. Vice-Chancellor of Jhargram Sadhuram Chand Murmu University, Prof. Amiya Kumar Panda was present as the chief guest while Vice-Chancellor of Assam Diprugar University Jiten Hazarika was present as the chief guest. Benazir Khan, the founder of The Oriental Association of Bangladesh Jessore, and Mohammad Qaisuddin, president of Bangladesh Naogaon Press Club. All the guests appreciated this initiative of the Council and gave certificates to all the students. Kajal Sengupta, secretary of the All India Council, conducted the entire program. This year, the Kalmani Award was handed over to renowned painter Subrata Gangopadhyay, painter Samir Aich and singer Alok Roychowdhury. Chittaranjan Chakraborty of Assam, Shibnath Sarvvidya of North 24 Parganas, Sushanta Sarkar, Nirmal Chandra Sinha, Tarun Kumar Das of Hooghly, Tapan Sarkar, Indrajit Narayan of Kolkata, Guru Sangeeta Chaki of Siliguri and Sumit Nath of Nadia were given this year’s all-India awards for their achievements in various industries. Among other guests present on the dais were dr. Mahua Mukherjee, Dr. Thankumuni Kutty, actress Mita Chatterjee, music director Kalyan Sen Barat, Pandit Samar Nag, dancer Kohinoor Sen Barat, Mita Nag and many other artists. On the second day of the convocation, the award-winning students performed music, dance and recitation. Singers Nipbithi Ghosh, Chandrabali Rudra Dutta, actress Debadrita and actor Rahul Dev Bose were present on the occasion. Shantanu Sengupta was the thought and plan of the entire event. Debashis Basu was the moderator.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights