সংস্কৃতিক সন্ধ্যা ও বিজয়া সম্মিলনী


সল্টলেক থেকে শুভ ঘোষের রিপোর্ট : আজ ২২ অক্টোবর সল্টলেকে সিটি সেন্টার একটি সভাঘরে বাগুইআটি নৃত্যাঙ্গন সংগীত কেন্দ্রের সহযোগিতায় এক সংস্কৃতিক সন্ধ্যা ও বিজয়া সম্মিলনী আয়োজন করা হয়। বাগুইয়াটি নিত্যাঙ্গন শিক্ষার্থীদের বিভিন্ন ছোট শিল্পী ও কলা কুশলিরা নিজেদের নৃত্য ও আবৃত্তি, গান পরিবেশন করেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্রভারতী অধ্যাপিকা ও বিশিষ্ট নৃত্যশিল্পী ডক্টর মহুয়া রায়চৌধুরী, চিত্ত পরিচালক সুদেষ্ণা রায়, রাজ্য শিশু অধিকার ও সুরক্ষা কমিশনের চেয়ারপারসন কস্তুরী চৌধুরী, সংগীতশিল্পী লাজবন্তী রায় , নিতা বন্দ্যোপাধ্যায়, ডঃ উৎসব দাষ, কাকলি চক্রবর্তী এবং সঞ্চালিকা মধুমতি বসু আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন।

Shuvo Ghosh’s report from Salt Lake: Today, october 22, a cultural evening and bijoya sammilani was organized in collaboration with Baguiati Nrityangan Sangeet Kendra at a meeting room in Salt Lake City Center. Various small artists and artists of Baguyati Nityangan students performed their own dances and recitations, songs. Rabindra Bharati Professor and eminent dancer Dr. Mahua Roy Chowdhury, Chitta Director Sudeshna Roy, Chairperson of the State Commission for Child Rights and Protection Kasturi Chowdhury, musicians Lajwanti Roy, Nita Bandyopadhyay, Dr. Utsav Das, Kakoli Chakraborty and host Madhumati Basu were present on the occasion.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights