ইন্দ্রজিৎ আইচ : শ্রুতি মঞ্জরী এই নামটি এই মুহূর্তে আন্তর্জাতিক স্তরে আবৃত্তি, শ্রুতি নাটক, বাচিক শিল্পের ক্ষেত্রে অতি পরিচিত নাম। সম্পূর্ণ অন লাইনে তারা দেশ ও বিদেশে কবিতা চর্চার ক্ষেত্রকে অনেক সম্প্রসারিত করেছে। সম্প্রতি কলকাতার রবীন্দ্র সদনে এই প্রথম শ্রুতিমঞ্জরীর নিবেদনে অনুষ্ঠিত হলো ” শ্রুতি সন্ধ্যা “। অনুষ্ঠানে সংবর্ধিত হলেন জনপ্রিয় গায়ক,নায়ক অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়, কবি সুবোধ সরকার,কবি সব্যসাচী দেব,কবি রত্না দেব, শিক্ষাবিদ সত্যম রায় চৌধুরী, শিল্পপতি দেবাশিস রায় এবং বার্তজন নাট্য দলের সভাপতি ইন্দ্রনীল ঘোষ। সকলের হাতে উত্তরীয়, স্মারক তুলে দেন
শ্রুতিমঞ্জরীর কর্ণধার মঞ্জরী রায়। অনুষ্ঠানে অভিনেতা ও গায়ক সাহেব রবীন্দ্র সংগীত গেয়ে শোনান। সকল অতিথি তাদের ভাষণে শ্রুতি মঞ্জরীর এই প্রয়াস কে সাধুবাদ জানায়। এই প্রসঙ্গে এই সংস্হার প্রধান মঞ্জরী রায় বলেন-কলকাতা ও মুম্বাইতে আমাদের দুটি শাখা আছে। অন লাইনে আমাদের ৮০ থেকে ৯০ জন ছাত্র ছাত্রী আছে নানা বয়সের। অনলাইনে কবিতা আবৃত্তি ও শ্রুতি নাটকের এবং স্বরানুশীলন শেখানো হয়। ছোট থেকে বড় অনেকেই আমাদের কাছে শেখেন। পোয়েট্রি থেরাপি নিয়ে আমরা নানা ধরনের কাজ করছি। মূলত প্রবাসী ছেলে মেয়েরা যারা কবিতা ভালোবাসেন তারা আমাদের কাছে তালিম নেন।এই দিন অনুষ্ঠানের শুরুতে ছোটরা আবৃত্তির কোলাজ পরিবেশন করে নাচের মাধ্যমে। একক কবিতা আবৃত্তি করেন মঞ্জরী রায়। সবশেষে মঞ্চস্থ হয় শ্রুতি নাটক। এদিনের সমগ্র অনুষ্ঠানটি এক কথায় অনবদ্য হয়ে ওঠে। সমগ্র অনুষ্ঠানটি ভাবনা, পরিকল্পনায় ছিলেন মঞ্জরী রায় এবং পরিচালনায় ছিলেন স্বাতী ঘোষ দস্তিদার। সঞ্চালনায় ছিলেন তাপস চৌধুরী।
Indrajit Aich: Shruti Manjari This name is currently a well-known name in the field of recitation, shruti drama, bachik art at the international level. Fully on-line, they have greatly expanded the field of poetry practice at home and abroad. Recently, this was the first time that “Shruti Sandhya” was held at Rabindra Sadan in Kolkata. Popular singer, actor Saheb Chatterjee, poet Subodh Sarkar, poet Sabyasachi Deb, poet Ratna Deb, educationist Satyam Roy Chowdhury, industrialist Debashish Roy and President of Bartajan Natya Dal Indranil Ghosh were also felicitated on the occasion. Uttariya, handed over the memorial to all Manjari Roy is the owner of Shrutimanjari. On the occasion, the actor and singer sang Rabindra Sangeet. All the guests in their speeches appreciated this effort of Shruti Manjari. In this regard, the head of this organization, Manjari Roy, said, “We have two branches in Kolkata and Mumbai. On-line, we have 80 to 90 students of different ages. Online poetry recitation and shruti plays and vocalizations are taught. Many people, big and small, learn from us. We are doing different kinds of work with poetry therapy. Basically, expatriate boys and girls who love poetry take training from us. At the beginning of the program on this day, the children perform a collage of recitations through dance. Manjari Roy recited a single poem. In the end, the play was staged. The whole event of the day turned out to be impeccable in one word. The entire show was conceived and planned by Manjari Roy and directed by Swati Ghosh Dastidar. Taposh Chowdhury was present in the program.