ইস্কন মায়াপুর দর্শনে অখিলেশ যাদব, বৃষ্টির কারনে বাতিল হলো গো-পুজা


গোপাল বিশ্বাস, নদীয়া-: রবিবার বিকেলে মায়াপুর ইসকন মন্দিরে আসলেন সমাজবাদি পার্টির নেতা ততা উত্তরপ্রদেশের প্রাক্তন মূখ্য মন্ত্রী অখিলেশ যাদব । রবিবার মায়াপুর ইসকনে তাকে স্বাগত জানান ইসকন কর্তৃপক্ষ । সেখানে এসে প্রথমে তিনি কোচ বিল্ডি বিশ্রাম নিয়ে পরে চন্দ্রোদয় মন্দিরে পুজা দেন এবং টি ও ভি পি মন্দির দর্শন করেন । এদিন এই মন্দিরে এসে তিনি কোনো রাজনৈতিক কথা না বললেও তিনি বলেন আমি প্রথম থেকেই ঠিক করেছিলাম পশ্চিমবঙ্গে আসলেই মায়াপুর ইসকন দর্শন করবো। তিনি বলেন শ্রী চৈতন্য মহাপ্রভু ও তার আদর্শে চলা মানুষের কথা শুনেছি তাই এবার পশ্চিম বঙ্গে এসে ইস্কনে এসে আসির্বাদ নিলাম। পাশাপাশি তিনি আরও বলেন এখানে এসে খুব ভালো লাগলো এই মন্দির দর্শন করে । এই মন্দিরে ভক্তদের জন্য বিভিন্ন রকম ব্যবস্থা করা হয়েছে । এত বড়ো মন্দির খুবই ভালো লাগছে এখানে এসে । যদিও গো মাতার পুজার ব্যবস্থা ইসকনের পক্ষ থেকে করা থাকলেও বৃষ্টির কারনে সেই গো পুজা সম্ভব হয়নি। এদিনের অখিলেশ যাদবের এই সফর কে ঘিরে প্রশাসনের তরফে নজরদারি ও নিরাপত্তার ব্যাবস্থা ছিল যথেষ্ট আঁটোসাটো।

Former Uttar Pradesh chief minister Akhilesh Yadav arrived at the Mayapur ISKCON temple on Sunday afternoon. Iskcon authorities welcomed him at Mayapur ISKCON on Sunday. After arriving there, he first rested at the Koch Bildy and later offered prayers at the Chandrodaya temple and visited the T&V P temple. He did not say anything political when he came to this temple, but he said, “I had decided from the very beginning that I will actually visit Mayapur ISKCON in West Bengal. He said, “I have heard about Sri Chaitanya Mahaprabhu and the people who follow his ideology, so this time I came to West Bengal and came to ISKCON and took asirbad. Besides, he also said that it was very good to come here to visit this temple. Various arrangements have been made for the devotees in this temple. It’s great to have such a big temple here. Although iskcon has arranged for the worship of go mata, it was not possible to worship the cow due to rain. The surveillance and security arrangements by the administration were tight in view of Akhilesh Yadav’s visit.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights