যারা দলে থেকে নোংরামো করবে তাদের চিহ্নিত করে দল কড়া পদক্ষেপ তো নেবেই, নদীয়ায় এসে বললেন মন্ত্রী সুজিত বসু


গোপাল বিশ্বাস, নদীয়া-ঃ পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে শাসক- বিরোধী সব দল। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই একপ্রকার প্রচারে ঝাপিয়ে পরেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা,। বিরোধী দের প্রচারেও কোণঠাসা করতে মরিয়া শাসক তৃণমূল। রবিবার নদীয়ার শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের অন্তর্গত নৃসিংহপুর জুনিয়র হাই স্কুলের মাঠে রাজনৈতিক কড়মসূচীর আয়োজন করে তৃণমূলের তরফে। এদিনের এই কর্মসূচীতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। এছাড়াও ছিলেন জেলা পরিষদের ২৯ নম্বর সিটের তৃণমূল প্রার্থী রিক্তা কুন্ডু সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। এদিনের কর্মসূচীতে থেকে বক্তারা তাদের বক্তব্যের আক্রমণে সিংহ ভাগই কেন্দ্রের বিজেপি সরকারের উপর তীব্র আক্রমণ করে। মন্ত্রি সুজিত বসু বক্তব্যে পেট্রোপণ্য মূল্যবৃদ্ধির সহ ১০০ দিনের কাজের টাকা এনআরসি নিয়ে নিশানা করে বিজেপির বিরুদ্ধে । তবে কর্মী সভা থেকে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সোজা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মন্ত্রী সুজিত বসু। বিজেপি ধোপেই টিকতে পারবে না, রাজ্যের প্রত্যেকটি পঞ্চায়েত থাকবে তৃণমূলের দখলে। তবে টিকিট না পাওয়া মনক্ষুণ্ণ নির্দলিদের নিয়ে সুজিত বসুকে প্রশ্ন করলে তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, যারা দলে থেকে নোংরামো করবে তাদের চিহ্নিত করে দল থেকে বহিষ্কৃত করা হবে, আর বাস্তবও পরবর্তীতে সেটাই হবে।

Gopal Biswas, Nadia: All the anti-ruling parties have already jumped into the fray around the panchayat elections. Since the announcement of the upcoming panchayat election day, the leaders of various political parties have been engaged in a kind of campaign. The ruling Trinamool is desperate to corner the propaganda of the opposition. On Sunday, Trinamool organized a political rally on the grounds of Narsinghpur Junior High School under Haripur Panchayat of Shantipur block in Nadia. State Fire Minister Sujit Basu was present as the main speaker in this program of the day. Top leaders of Trinamool including Rikta Kundu, Trinamool candidate for seat number 29 of Zilla Parishad were also present. Speakers from the day’s program attacked the BJP government at the center in a lion’s share of their speeches. In his speech, Minister Sujit Bose targeted against the BJP by raising the price of petrol and 100 days of work with NRC. However, Minister Sujit Bose threw a straight challenge keeping the panchayat elections in front of the workers meeting. BJP will not be able to survive, every panchayat in the state will be under Trinamool’s control. However, when Sujit Bose was asked about the disgruntled independents who did not get tickets, he said, Abhishek Banerjee has made it clear that those who do dirty work from the party will be identified and expelled from the party, and the reality will be the same later.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights