বাড়ি বাড়ি গিয়ে আজ প্রচার সারলেন ডানকুনি পৌরসভার ১৮ নং ওয়ার্ডের বামফ্রন্ট প্রার্থী


ডানকুনি,হুগলী,তন্ময় ভৌমিক: আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারলেন ডানকুনি পৌরসভার ১৮ নং ওয়ার্ডের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড প্রবীরজিত সিংহ,যদিও এলাকায় সবাই তাকে বুবাই নামে চেনে ও এলাকায় সবার প্রিয় পাত্র বুবাই এবং দল-মত নির্বিশেষে মানুষের বিপদের সময় তাকে ঝাপিয়ে পড়তে দেখা যায় সবসময়, বুবাই বাবু পেশায় একজন মাছ বিক্রেতা,করোনা পরিস্থিতিতে এলাকার প্রতিটি বাড়ি স্যানেটাইজেশন করতে দেখা গেছে তাকে ও লকডাউনের সময় কর্মহীন পরিবারগুলোকে বিভিন্নভাবে সাহায্য করতে দেখা গেছে এবং স্কুল ছুট ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াতে দেখা গেছে তাকে বহুবার, এইবার তিনি জিতলে এলাকার মূল সমস্যা “জল জমার সমাধান করবেন বলে জানিয়েছেন আমাদের”।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights