দর্পন সাহিত্য পত্রিকার দার্শনিকতা


Biswajit Roy Karimpur: দর্পণ সাহিত্য পত্রিকার পক্ষ থেকে করিমপুর রেগুলেটেড মার্কেটে বিভিন্ন বিভাগের নজরুল রবীন্দ্র প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া অনুষ্ঠান শেষে অনুপম সাংস্কৃতিক অনুষ্ঠান হয় দুটি পর্বে। অনুষ্ঠানটি বিভক্ত ছিল সকাল ন’টা থেকে। অনুষ্ঠানটি শুরু হয় ক বিভাগের আবৃত্তি সংগীত প্রতিযোগিতা সকাল ন’টা থেকে শুরু হয় খ বিভাগের। অনুষ্ঠান শুরু হয় বৈকাল পাঁচটায়। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অমিত দাস দর্পণ মুখের খোঁজে সাহিত্য পত্রিকার সম্পাদক । হামিদুল ইসলাম সেখ সহ সম্পাদক । রাসরঞ্জন চট্টোপাধ্যায় সভাপতি । তবে অনুষ্ঠান মঞ্চ দেখে মনে হল কোথাও কোন অনভিজ্ঞতার দর্পন। মঞ্চ ছিল বিজ্ঞাপণে ভরপুর। আয়োজক সংস্থার নাম কষ্ট করে খুঁজতে হ’ল। আরও অভাবনীয় বিষয় রবীন্দ্রনাথ ও নজরুল সত্যিই বোধহয় আমাদের মধ্যে থেকে দূরে চলে যেতে শুরু করেছে। নামা-ওঠার সিঁড়ির কাছে মহামানবের ছবি। ফুল দেওয়া হচ্ছে মঞ্চের পাটাতনে। অদ্ভুত দর্শন দর্পন সাহিত্য পত্রিকার। তবে এটাও স্পষ্ট যে বিজ্ঞাপণের টাকা সংগ্রহই অনুষ্ঠানের মূল মন্ত্র ছিল। দর্নপকে বলব দর্শনটা বদলানোর খুবই দরকার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights