বিয়ের তিন মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু


মালদা-বিয়ের তিন মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো, মালদা জেলার বামন গোলা থানার পাকুয়াহাটের খিরিপাড়া এলাকায়। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় মৃত গৃহবধুর নাম ঝুমা সরকার বয়স(১৯)বছর। পরিবারের হয়েছে স্বামী বিশ্বদ্বিপ সরকার। পরিবার সূত্রে আরও জানা যায় বিগত তিন মাস আগে ঝুমা ও বিশ্বদীপের ভালোবাসা করে দুইজনে বিয়ে করে। ঝুমার বারি মালদা জেলার হবিপুর থানার ডালনা এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে আলো জানা যায় গতকাল রাতে একটি মোবাইল নিয়ে ঝুমা ও বিশ্ব দ্বীপের মধ্যে কথা কাটাকাটি হয়। আর স্বামীর প্রতি অভিমান হয়েই সকালে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো ঝুমা। বাড়ি ফিরেই ঝুমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই তার স্বামী। বিশ্বদ্বীপের চিৎকারে পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসে। গলায় ফাঁস খুলে তড়িঘড়ি কিসের জন্য নিয়ে যায় মুদিপুকুর গ্রামীণ হাসপাতালে। চিকিৎসা চলাকালীন সেখানেই মৃত্যু হয় ঝুমার। উদ্ধার করে নিয়ে আসা হয় মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে ময়না তদন্তের জন্য। ঘটনায় তদন্ত শুরু করেছে বামন গোলা থানার পুলিশ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত গৃহবধুর পরিবার সহ গোটা গ্রামে।

Malda – After three months of marriage, the mysterious body of the housewife was found in Khiripara area of ​​Pakuahat of Baman Gola police station in Malda district. Malda Medical College Hospital Mortuary. According to family and police sources, the deceased housewife’s name is Jhuma Sarkar, age (19). The family has become the husband of Biswadip Sarkar. According to family sources, Jhuma and Vishwadeep fell in love and got married three months ago. Jhumar Bari is in Dalna area of ​​Habipur police station in Malda district. According to family and police sources, there was an argument between Jhuma and Biswa Dwip last night over a mobile phone. And Jhuma committed suicide by hanging herself in the morning out of contempt for her husband. After returning home, Jhuma found her husband hanging. Other family members and neighbors rushed to Vishwadwipa’s screams. He was taken to Mudipukur Rural Hospital for what reason. Jhuma died there during the treatment. Rescued and brought to Medical College Hospital morgue for autopsy. The Baman Gola police station has started an investigation into the incident. The incident cast a shadow of grief on the entire village including the family of the deceased housewife.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights