রাজেন্দ্র নাথ দত্ত : মুর্শিদাবাদ: মণিপুরের বিধ্বংসী ধসে শহিদ সেনা জওয়ান ও আধিকারিকদের মধ্যে ছিলেন মুর্শিদাবাদ জেলা কান্দী মহকুমার খড়গ্রাম থানার বালিয়া গ্রামের প্রীতম কুমার দত্ত (২৩)। সোমবার গভীর রাতে শহিদ সেই সেনানীর নিথর দেহ ঘরে ফেরে। মণিপুরের নানে জেলাতে রেলের একটি নির্মীয়মান প্রকল্পে অন্যান্যদের সঙ্গে প্রীতম ও নিরাপত্তার দ্বায়িত্বে ছিলেন। আচমকা পাহাড় থেকে নেমে আসা বিশাল ধ্বস তাঁদের ওপর আছড়ে পড়ে। রবিবার বিকেলে প্রীতমের মৃতদেহ উদ্ধার করে। সোমবার দুপুরে কলকাতার নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে প্রীতম কুমার দত্তের কফিনবন্দি মৃতদেহ এসে পৌছায়। সেখান থেকে সেনাবাহিনীর গাড়িতে খড়গ্রাম থানার বালিয়া গ্রামের বাড়িতে পৌছয় তার দেহ গভীর রাতে। এদিন বালিয়া গ্রামের বাড়িতে প্রচুর মানুষ এসে পৌঁছায়। খড়সা ক্ষুদিরাম বসুর মূর্তির সামনে থেকে জাতীয় পতাকা কাঁধে নিয়ে প্রীতমের বন্ধু, পাড়ার প্রতিবেশী, দাদা ও ভাইরা রাজ্য সড়ক দিয়ে পদযাত্রা করে মৃতদেহ নিয়ে যান বালিয়া গ্রামের বাড়িতে । উপস্থিত ছিলেন বালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গোকুল ঘোষ ও বিশিষ্ট সমাজসেবী শাশ্বত মুখার্জী ।গভীর রাতে প্রীতম কুমার দত্তকে শ্রদ্ধাঞ্জলি জানাতে কান্দী, ছাতিনা কান্দী, রাজাদিঘীরপাড় বোলতুলি গ্রামের রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে ছিলেন বহু মানুষ। এদিন সবার চোখেমুখে বিষাদের সুর। মঙ্গলবার সকালে গ্রামের ভ্যারামারি ময়দানে চোখের জল ও সামরিক মর্যাদায় বিদায় জানানো হল বীর সৈনিক প্রীতম কুমার দত্তকে। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি ও খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশীষ মার্জিত, খড়গ্রাম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বাপি ধর,খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সামশের আলী মোমিন, খড়গ্রাম পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সুপ্রিয় ঘোষ, বালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গোকুল ঘোষ, কান্দী মহকুমা পুলিশ আরক্ষাধ্যক্ষ সাগর রানা, খড়গ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুপ্রিয় রঞ্জন মাঝি, খড়গ্রাম থানার সার্কেল ইন্সপেক্টর দিব্যজল ভৌমিক, খড়গ্রাম পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আবুল হাসনাত, বিশিষ্ট সমাজসেবী জ্যোতিনময় মন্ডল, বালিয়া গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্য ও সদস্যারা ও বালিয়া গ্রামের বাসিন্দারা ও প্রীতমের খেলার মাঠের সঙ্গীরা ।