পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের (UDMA) নির্দেশে পৌর এলাকা গুলিতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, স্যানিটাইজেশন ও ভেক্টর বাহিত রোগ (বিশেষ করে ডেঙ্গু) নিয়ন্ত্রণ করতে সচেতনতা মূলক প্রচার অভিযান করা হচ্ছে। আজ (২৪/১০/২০২৪) এমনই একটি প্রচার অভিযান করা হল কুপার্স ক্যাম্প পৌর এলাকায়। উপস্থিত ছিলেন কুপার্স ক্যাম্প পৌরসভার প্রশাসক তথা রানাঘাটের মাননীয় মহকুমা শাসক। এদিন তিনি পৌরসভার সাফাই কর্মীদের সঙ্গে হাত মিলিয়ে পথের জঞ্জাল পরিষ্কার ও তা নির্দিষ্ট ডাস্টবিনে ভরে আলাদা করার কাজে সাহায্য করেন। সেইসঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তায় তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার প্রয়োজনীয়তা সম্পর্কে বলেন। প্রশাসক তথা মহকুমা শাসকের কথায়, এই প্রচার অভিযান আজ থেকে শুরু করে কালীপুজোর উৎসব পর্যন্ত চলবে। গোটা পৌর এলাকায় প্রচারমূলক ফ্লেক্স, ব্যানার ইত্যাদির ব্যবস্থা করা হবে। এছাড়াও সমস্ত পুজো প্যান্ডেল গুলির বাইরে ছোট ছোট কিয়স্ক তৈরি করা হবে যেখানে স্যানিটাইজেশন ও ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্পর্কিত নানান তথ্য, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা ইত্যাদি থাকবে।
