ডেপুটেশন পলাশী পাড়া গ্রামীণ হাসপাতালে বঞ্চিত রোগী সহায়কদের পক্ষে

1da8b850-c0fa-4cf2-bdfd-8261ecebfb35

করিমপুর থেকে বিশ্বজিৎ রায়ের রিপোর্টঃ আজকের ডেপুটেশনের মূল লক্ষ্য পলাশী পাড়া গ্রামীণ হাসপাতালে বঞ্চিত রোগী সহায়কদের পক্ষে এবং অবৈধ ভাবে দুইজনের পরিবর্তে তৃতীয় জনকে নিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ জানানো , ছিল উপস্থিত ছিলেন, ডা: বিধান চন্দ্র রায় রোগী সহায়ক সমিতির নদীয়া জেলা শাখার সম্পাদক ধীমান কৃষ্ণ খাঁ, এছাড়া , বিভিন্ন হাসপাতালের রোগী সহায়কগণ পুলক গুহ চৌধুরী, রোহিত ব্যানার্জী, অপূর্ব বিশ্বাস, গণেশ হালদার, রাহুল দেব কুণ্ডু, কৌশিক মণ্ডল, আজাহার উদ্দীন, সম্রাট মণ্ডল ,শিউলী ব্যানার্জী, রহিম সেখ,সৌমীতা ঘোষ, সুব্রত সরকার, চয়ন উদ্দিন শেখ, প্রসেনজিৎ প্রামাণিক, পায়েল এছাড়া প্রমূখ রোগী সহায়ক গণ। কথা হয় এবং ডেপুটেশন জমা দেওয়া হয়, পলাশী পাড়া প্রীতিময়ী গ্রামীণ হাসপাতালের বি এম ও এইচ শ্যামল বিশ্বাস মহাশয় এর কাছে, তিনি অনেক বাগ বিতন্ডার পরে কথা বলতে রাজি হন, এবং দায়সারা ভাবে উনার দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, এবং যে এনজিওর আন্ডারে কাজ করে সেই কৃষ্ণনগরের আরোগ্য , এর উপর দোষ চাপিয়ে নিজে দায় মুক্ত হন।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Enable Notifications OK No thanks
Verified by MonsterInsights