সুমিত ঘোষ মালদা: রাজনীতির জন্য দেশ ভাগ করবেন না। অনেক কষ্ট করে আমাদের দেশ স্বাধীন হয়েছে। কাজের নিরিখে ভোট দিন। কোন দলকে ভোট দিবেন বলবো না। পশ্চিমবঙ্গে আমাদের সরকার কি কাজ করেছে, আর কেন্দ্রে থাকা সরকার কি কাজ করেছে বিচার বিবেচনা করবেন। আপনারা কি বলেন ধর্ম নিয়ে রাজনীতি হয়,কোন রাস্তা ঘাট হবে না, স্কুল কলেজ হবে না শুধু মন্দির তেরি হবে। এখানে হিন্দু মুসলমান পড়ে হবে এখানে সবাই আমরা ভারতীয়। আপনারা যখন স্কুল যান পাশের ছেলেটা হিন্দু না মুসলিম জিগ্যেস করেন। প্লিজ বাংলার রাজনীতিতে হিন্দু মুসলিম ভাগ করবেন না। দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনাওয়াজ আলী রায়হানের সমর্থনে মোথাবাড়ি পি ডব্লু ডি মাঠে জনসভা করে এই কথা বললেন ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী তথা অভিনেতা দেব।