ধূপগুড়ি: ধূপগুড়ির ২ নং ওয়ার্ড চিড়ার মিল সংলগ্ন এলাকায় বাইক ও পিক-আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত বাইক আরোহী। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুর দুটো নাগাদ খগেন হাট থেকে একটি বাইক আসছিল ঠিক সে সময় অপর দিক থেকে একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এরপর স্থানীয়রা বাইক আরোহীকে উদ্ধার করে ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধুপগুড়ি থানার পুলিশ।