অরিজিৎ মাইতি,দীঘাঃ ওল্ড দিঘার সি-হক ঘোলা সমুদ্র স্নান ঘাট সংলগ্ন সৈকতে পড়ে রয়েছে বিশালাকৃতির প্রায় সাড়ে তিন কুন্টাল ওজনের মৃত ডলফিন, পচে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায় দেখা নেই বনকর্মীদের। স্থানীয় মানুষ সহ পর্যটকরা ভিড় করেছেন দেখার জন্য ।দুর্গন্ধ ছড়ানোর জন্য দ্রুত বনকর্মীরা তুলে অন্যত্র সরিয়ে দেন তার জন্য অনেকে দাবি তুলেছেন। পচা দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে সৈকত পাড় বরাবর কিংবা সমুদ্র স্নানে যাওয়ার ক্ষেত্রে অনেক সমস্যায় পড়ছেন।