দর্পন অব ইন্ডিয়ার সাংবাদিক সম্মান প্রদান ও ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান


নিজস্ব সংবাদঃ ভারতের দর্পণ একটি ইংরাজী দৈনিক পত্রিকা সম্প্রতি বাঙ্গুরে কলকাকলি মুক্তমঞ্চে একটি সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানে কাগজের সহকারী সম্পাদক জনাব মোস্তাফিজ হাশমীর উপস্থিতিতে অনুষ্ঠানটি যথা সময়ের বদলে কিছুটা বিলম্বেই শুরু হয়। কিছু কবিতা ও কবিতা আবৃত্তিসহ নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়। এই অনুষ্ঠানে কিছু কম বয়সি শিশু কিশোর কিশোরীকে বৃত্তি বিতরণ দেওয়া হয়। র্বৃত্তি বিতরণের সময় মোস্তাফিজ সাহেব উপস্থিত ছিলেন এবং নিজের হাতে সংশাপত্র বিতরণ করেন, এবং মেডেল দিয়ে সম্মান দেন সিইও মিসেস পারুল ভৌমিক। এছাড়াও একটি সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন নাচ, গান, কবিতা পাঠ ইত্যাদি। অনুষ্ঠিত হয়েছে। পোশাক বিতরণ করেন ইরাক ইন্ডিয়ার সিইও শাহবাজ আহমেদ। এই অনুষ্ঠানে কয়েকজন সাংবাদিককে সম্মান প্রদর্শন করেন দর্পন অব ইন্ডিয়ার অভিজিৎ ভৌমিক ও শ্রদ্ধা। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন গোপাল দেবনাথ, সুজিত চ্যাটার্জী, দেবাশিস ভট্টাচার্য (শিল্পনীড়), ইন্দ্রজিৎ আইচ্, দেবাশিস ব্যানার্জি , সাকিল বাবু, প্রোগ্রাম অর্গানাইজার শিবাজি দে প্রমুখ।

Own News: India’s Darpan, an English daily, recently organized a social and cultural event at Kalkakali Muktamanch in Bangur. In the presence of Mr. Mustahfiz Hashmi, assistant editor of the paper, the program started a bit late instead of the scheduled time. Some poems and poems begin with the recitation of the dance. Scholarships were distributed to some young children and teenagers on this occasion. Mr. Mustahfiz was present during the scholarship distribution and distributed certificates with his own hands and was honored with medals by CEO Mrs. Parul Bhowmik. Also, a cultural program like dance, song, poetry reading, etc. held by the CEO of Iraq India Shahbaz Ahmed distributed the clothes. Abhijit Bhowmik and Shraddha of Darpan of India felicitated some journalists on this occasion. Among the journalists present were Gopal Debnath, Sujit Chatterjee, Debashis Bhattacharya (Artist), Indrajit Aich, Debashis Banerjee, Sakil Babu, Program Organizer Shivaji Dey, and others.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights