মোহাম্মদ জাকারিয়াঃ উত্তর দিনাজপুরঃ ১ এপ্রিল থেকে শুরু হয়েছে রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ কর্মসূচি। আগে পাঁচবার এই কর্মসূচি চালানো হলেও, এবারই প্রথম বুথস্তরে দুয়ারে সরকারের ক্যাম্প হচ্ছে। ১ থেকে ১০ এপ্রিল পর্যন্ত মোট ৩৩টি প্রকল্পের আবেদন জমা নেওয়া হবে। পরিষেবা প্রদানের কাজ শুরু হবে ১১ এপ্রিল। চলবে ২০ তারিখ পর্যন্ত। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের দোমোহনা পঞ্চায়েতের গোপালপুর এম. এস. কে. স্কুলে দুয়ারে সরকারে ক্যাম্প হয়। করণদিঘীর বিডিও নিতিশ তামাং জানান: উপর মহল থেকে নির্দেশ এসেছে এই বছর থেকে খাদ্য সাথী কার্ড ছাড়াই লক্ষী ভান্ডার পাবে। আধার কার্ড এবং ব্যাংকের পাস বই থাকলে হবে।
এদিন করণদিঘী ব্লকের দোমোহনা পঞ্চায়েতের গোপালপুর এম এস কে স্কুলে দুয়ারে সরকার পরিদর্শন করতে আসেন করণদিঘির বিডিও নিতিশ তামাং ও District Rural Development Cell (DRDC) সুব্রত মহন্ত। দোমোহনা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির যুব সভাপতি সাহিদ খান জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা পশ্চিমবঙ্গ জুড়ে জোয়ারে সরকার চলছে। ১ই এপ্রিল থেকে ২০ই এপ্রিল পর্যন্ত চলবে। এবং মানুষের স্বার্থে দোমোহনা অঞ্চলের প্রত্যেক বুথে বুথে এই শিবির চলে। মেইন ক্যাম্প গোপালপুর এম. এস. কে. মাঠে হয়।দোমোহনা পঞ্চায়েতের প্রধান গাজলু শেখ জানান দোমোহনা পঞ্চায়েত জুড়ে দুয়ারে সরকার ক্যাম্প চলছে। সকাল ৯ টা থেকে ক্যাম্প শুরু হয়েছে। এলাকার মানুষজন আসছেন। খুব ভালো চলছে শিবির।
Mohammad Zakaria: North Dinajpur: The ‘Government at Door’ program of the state government has started from April 1. Although this program has been conducted five times before, this is the first time that the government camp is being held at Duare at the booth level. A total of 33 project applications will be received from April 1 to 10. The service delivery will begin on April 11. It will continue until the 20th. Gopalpur M. of Domohana Panchayat of Karandighi block of North Dinajpur district on Thursday. S. K. Government camps are held at school gates. Nitish Tamang, BDO of Karandighi said: The order has come from the upper quarters that from this year Lakshi will get Bhandar without food sathi card. Aadhaar card and bank pass book will be required. On this day, Karandighi BDO Nitish Tamang and District Rural Development Cell (DRDC) Subrata Mahant came to visit Gopalpur MSK School in Domohana Panchayat of Karandighi block. Youth President of Domohana Region Trinamool Congress Committee Sahid Khan said that on the orders of Hon’ble Chief Minister Mamata Banerjee, the government is running on tide across West Bengal. It will run from 1st April to 20th April. And for the benefit of the people, this camp is run in every booth in the Domohana region. Main Camp Gopalpur M. S. K. Domohana Panchayat chief Ghazlu Sheikh said government camps are going on across Domohana Panchayat. The camp started from 9 am. Local people are coming. The camp is going very well.