দুবাইতে কাজে গিয়ে আটকে দক্ষিণ দিনাজপুরের দুই যুবক সহ রাজ্যের ১৩ জন, তাঁদের দেশে ফিরিয়ে আনার আশ্বাস দিলেন ডঃ সুকান্ত মজুমদার


জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর: এজেন্টের মাধ্যমে দুবাইতে কাজে গিয়ে আটকে রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের দুই যুবক সহ রাজ্যের ১৩ জন। জানা গিয়েছে, মোট পুনর্জন আটকে রয়েছে দুবাইতে তাদের মধ্যে দুজনের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ড বাণগড় কলোনিতে। সম্পর্কে তারা মামা ভাগ্নে। দেবাশীষ সরকার (২০)ভাগ্নে ও বিপ্লব সরকার(৩৩) মামা। পাশাপাশি বাকি দুজনের বাড়ি মালদা জেলা এবং বাদবাকিদের বাড়ি নদীয়া জেলায়। সূত্রের খবর, চলতি মাসের ১লা ডিসেম্বর মালদা জেলার নালাগোলার বাসিন্দা নৃপেন বিশ্বাস ও পাকুয়ার বাসিন্দা দীপক দাস তথা এজেন্টের মাধ্যমে তারা মুম্বাই এয়ারপোর্ট থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়। এই দুই মালদা জেলার এজেন্ট দুবাইতে আটকে থাকা ১৫ জনকে শপিং কমপ্লেক্সে কাজ দেওয়া হবে বলে পাঠাই এবং ১৫ জনের কাছ থেকে এই দুই এজেন্ট আড়াই লক্ষ টাকা করে নিয়েছে বলে জানা গিয়েছে।এরপর তারা দুবাইতে পৌঁছানোর পরেই বুঝতে পারে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে এবং সেখানে যাওয়ার পরই যারা কাজ দিবে তারাই এই ১৫ জনের কাছ থেকে তাদের পাসপোর্ট ও ভিসা কেড়ে নেয়। এবং তার সাথে সাথেই চলতে থাকে এই ১৫ জনের উপর অকথ্য অত্যাচার। এমনকি তাদের খেতে পর্যন্ত দেওয়া হচ্ছে না বলে অভিযোগ জানিয়েছে দুবাইতে আটকে থাকা ঐ ১৫ জন। বাড়ির লোকেদের বিষয়টি দুবাইতে আটকে থাকা ১৫ জন জানালে বাড়ির লোক চিন্তিত হয়ে পড়ে। অত্যাচারের সীমা সহ্য করতে না পেরে ও অভুক্ত থাকায় তারা একটি ভিডিও করে তাদের সমস্যার কথা ওই ভিডিওতে বলে এবং বাড়ির লোককে পাঠায়। এরপরই দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ১৫ নং ওয়ার্ডের বাসিন্দা তথা দুবাইতে আটকে থাকা দেবাশীষ সরকারের মা ও বিপ্লব সরকারের দিদির লক্ষ্মী সরকার ও তার পরিবারের লোকজনেরা শনিবার বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি ডঃ সুকান্ত মজুমদার এর সাথে দেখা করে সেই সমস্যার কথা জানায়। সুকান্ত মজুমদার সব কথা শুনে তিনি পরিবারের লোকজনকে আশ্বাস দিয়েছে আগামী সোমবার তিনি বিদেশ মন্ত্রকের সাথে কথা বলে অতি দ্রুত তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করবে। এ বিষয়ে রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার জানান,” দুবাইতে আটকে থাকা দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের দুই যুবকের পরিবারের লোকজনরা দেখা করে তাদের সমস্যার কথা জানায় এবং আমি তাদেরকে জানিয়েছি সোমবার আমি বিদেশ মন্তকের সাথে কথা বলে অতি দ্রুত তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবো”। এ বিষয়ে দুবাইতে আটকে থাকা দেবাশীষ সরকারের মা ও বিপ্লব সরকারের দিদি তথা গঙ্গারামপুরের বাসিন্দা লক্ষ্মী সরকার জানান,” আমাদের দিন আনা দিন খাওয়া পরিবার। অর্থ সংকট রয়েছে, তাই বিদেশে কাজে গিয়েছে আমার ছেলে ও ভাই পাশাপাশি আমার স্বামী একজন গাড়ি চালক। তাই সংসারে হাল ধরতে বিদেশে পাড়ি দিয়েছে আমার ছেলে দুটো পয়সা রোজগারের জন্য। ঋণ করে আমি আড়াই লক্ষ টাকা দিয়ে ছেলেকে পাঠিয়েছি বিদেশে। এখন ভাবছি কি ভুলটাই না করলাম বিপদে রয়েছে আমার ছেলে ও ভাই। আমি অনুরোধ জানাচ্ছি আমাদের সাংসদ সুকান্ত মজুমদার সহ বিদেশ মন্ত্রককে যে আমার ছেলে ও ভাই সহ ওই ১৩ জনকে অতি দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক”। দুবাইতে কাজে গিয়ে আটকে থাকা দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে দুই যুবকের পরিবারসহ রাজ্যের আটকে থাকা ১৩ জনের পরিবারের লোকজন যথেষ্ট উদ্বিগ্ন। বিদেশ মন্ত্রকের উপর আস্থা রেখে ঐসব পরিবারের লোকজন এখন শুধু বাড়ির লোকদের ঘরে ফেরার অপেক্ষায় রয়েছে।

Jaideep Maitra, South Dinajpur: 13 people from the state, including two youths from Ganga Rampur in South Dinajpur district, who went to work in Dubai through agents, have been detained. It is reported that total rehabilitation is stuck in Dubai, the house of two of them is in Ward No. 15 Bangarh Colony of Ganga Rampur Municipality of Dakshin Dinajpur District. About they are cousins. Debashish Sarkar (20) is the nephew and Biplab Sarkar (33) is the uncle. Apart from that, the home of the remaining two is in the Malda district and the rest is in the Nadia district. According to sources, Nirpen Biswas, a resident of Nalagola in Malda district and Deepak Das, a resident of Pakua, left for Dubai from Mumbai airport on December 1 of this month. It is reported that these two Malda district agents sent 15 people who were stuck in Dubai to be given jobs in the shopping complex and these two agents extorted two and a half lakh rupees from the 15 people. After they reached Dubai, they realized that they were betrayed and only after they got there. Those who will work take away their passports and visas from these 15 people. And with that, the unspeakable torture of these 15 people continued. The 15 people stuck in Dubai complained that they were not even given food. When the 15 people stuck in Dubai told the family about it, the family became worried. Unable to bear the extent of torture and starvation, they make a video and tell their problem in that video and send it to the people of the house. After that, Lakshmi Sarkar, a resident of Ward No. 15 of Ganga Rampur in South Dinajpur district, mother of Debashish Sarkar and sister of Biplab Sarkar, who is stuck in Dubai, and her family met Balurghat Lok Sabha Constituency MP and State BJP President Dr Sukant Majumdar on Saturday and informed about the problem. Sukant Majumdar after hearing all the words, assured the family members that he would talk to the Ministry of Foreign Affairs next Monday and try to bring them back to the country as soon as possible.

In this regard, state BJP president and MP from Balurghat Lok Sabha Constituency Sukant Majumder said, “Family members of two youths from Ganga Rampur of South Dinajpur district, who are stuck in Dubai, met and told them about their problems, and I told them that I spoke to the foreign minister on Monday and arranged to bring them back to the country very soon. will do”. Lakshmi Sarkar, the mother of Debashish Sarkar, who is stuck in Dubai, and sister of Biplab Sarkar, a resident of Ganga Rampur, said, “We are a family that lives day in and day out. There is a financial crisis, so my son and brother have gone to work abroad, and my husband is a driver. So, to manage the family. Two of my sons have gone abroad to earn money. I sent my son abroad with a loan of two and a half lakh rupees. Now I am wondering if I did anything wrong. My son and brother are in danger. I request our MP Sukant Mazumder and the Ministry of Foreign Affairs to take care of my son and brother. Those 13 people should be brought back to the country as soon as possible”. The families of 13 people who are stuck in the state, including the families of two youths in Ganga Rampur of South Dinajpur district, who were stuck on their way to work in Dubai, are quite worried. Trusting the Ministry of External Affairs, those families are now just waiting for their family members to return home.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights