সুমিত ঘোষ মালদা: একদিনের জন্য রাজনৈতিক ময়দানের দ্বন্দ্ব ভুলে খুশির ঈদে শামিল দাদা ঈশা খান চৌধুরী এবং বোন মৌসম বেনজির নূর। একজন দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেস সাংসদ অন্যজন রাজ্যসভার তৃণমূলের সাংসদ। আজ সকালে প্রথমে কোতুয়ালি গণি পরিবারের সদস্য প্রাক্তন সাংসদ আবু হাসেম খান চৌধুরী, বর্তমান সাংসদ ইশা খান চৌধুরী মিলে এবং রাজ্যসভার তৃণমূল সাংসদ মৌসুম বেনজির নূর কোতুয়ালি মিঞাপাড়া জামে মসজিদে নমাজ পাঠ করলেন। নমাজ পাঠ শেষ হতেই তারা এলাকাবাসীকে বুকে জড়িয়ে খুশির ইদের শুভেচ্ছা জানালেন সকলকে। এরপর কোতুয়ালি ভবনে খুশির ইদ উপলক্ষে বসে যায় খুশির মাহেফিল। পরিবারের সকল সদস্য মিলে মেতে ওঠেন খুশির ইদের আনন্দে। এলাকাবাসী সহ অতিথিদের জন্য বিভিন্ন খাদ্য খাবারের আয়োজন করেন। সেই সমস্ত খাদ্য খাবার অতিথিদের হাতে তুলে দিয়ে সকলকে নিয়ে খুশি খুশি মনে খুশির ইদ পালনে মাতোয়ারা হন। জেলাবাসীকে খুশির ইদের শুভেচ্ছা জানান প্রাক্তন সাংসদ আবু হাসেম খান চৌধুরী, দক্ষিণ মালদার বর্তমান সাংসদ ইশা খান চৌধুরী ও রাজ্যসভার সাংসদ মৌসম নূর।