প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্ম জয়ন্তী উদযাপন কর্মসূচি ঘোষণা করা হলো. প্রবাদপ্রতিম স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আগামী ৩১ ডিসেম্বর ভারতীয় সময় বিকেল তিনটার সময় একটি আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত হবে।অত্যন্ত আনন্দের বিষয় এই অনুষ্ঠানে জার্মানি থেকে বক্তব্য রাখবেন নেতাজির কন্যা অধ্যাপিকা অনিতা বসু পাফ।এই ওয়েবিনারে অন্যতম বক্তা বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক সৌমিত্র ব্যানার্জী । আমরা সমস্ত ক্লাব, গ্রন্থাগার, সভা-সমিতি ইত্যাদিগুলিকে একত্রিত হয়ে শোনার অনুরোধ করছি। আপনার আন্তরিক সাহায্য ও সহযোগিতা একান্তভাবে কামনা। ৩১ ডিসেম্বর ২০২২ ভারতীয় সময় বিকেল ৩ টা. ফেসবুক অথবা ইউটিউব লিঙ্কে যুক্ত হোন।
বক্তা : ডঃ অনিতা বসু পাফ
(নেতাজি সুভাষচন্দ্র বসুর কন্যা ,অর্থনীতি শাস্ত্রের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা)জার্মানী থেকে বলবেন।
ডঃ সৌমিত্র ব্যানার্জী (প্রখ্যাতবিজ্ঞানী এবং IISER এর অধ্যাপক ,সভাপতি, নেতাজি সুভাষচন্দ্র বসু ১২৫ তম জন্মবর্ষ উদযাপন কমিটি)
সঞ্চালকঃ-
শ্রী বিশ্বাবসু দাস
(সহ -সভাপতি,নেতাজি সুভাষচন্দ্র বসু ১২৫ তম জন্মবর্ষ উদযাপন কমিটি.
প্রতিভা ভারতী মুখার্জী,
সাধারণ সম্পাদক, সর্বভারতীয় নেতাজি সুভাষচন্দ্র বসু ১২৫ তম জন্মবর্ষ উদযাপন কমিটি।
Netaji Subhas Chandra Bose Birth Anniversary Celebration Program Was Announced At A Press Conference At The Press Club. An international webinar will be held on December 31 at 3 pm Indian time to mark the 126th birth anniversary of the legendary freedom fighter Netaji Subhas Chandra Bose. Netaji’s daughter Professor Anita Basu Pfaff will speak on the occasion from Germany. Eminent scientist Professor Soumitra Banerjee was one of the speakers at the webinar. We request all clubs, libraries, meetings, etc. to come together and listen. I sincerely seek your sincere help and cooperation. December 31, 2022 3 pm Indian time. Join the Facebook or YouTube link. Speaker: Dr. Anita Basu Pfaff
(Netaji Subhas Chandra Bose’s daughter, retired professor of economics) will speak from Germany.
Dr. Soumitra Banerjee (Renowned Scientist and Professor, IISER, President, Netaji Subhas Chandra Bose 125th Birth Anniversary Celebration Committee)
Moderator:-
Shri Viswabasu Das
(Vice-President, Netaji Subhas Chandra Bose 125th Birth Anniversary Celebration Committee.)
Pratibha Bharati Mukherjee,
General Secretary, All India Netaji Subhas Chandra Bose 125th Birth Anniversary Celebration Committee.