মালদা: শহরকেন্দ্রিক হওয়া সত্বেও মালদার ইংলিশ বাজারের লক্ষ্মীপুর এলাকায় এতদিন কোন কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার ছিল না। সেই কথা মাথায় রেখেই উন্নত মানের এবং আধুনিক একটি কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারের উদ্বোধন করা হল। এদিন একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে লক্ষ্মীপুর এলাকায় এই কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারের উদ্বোধন করা হয়। ক্লাস ওয়ান থেকে দশম শ্রেণি পর্যন্ত তার পাশাপাশি বিভিন্ন চাকরির ক্ষেত্রে যে কোর্সগুলি প্রয়োজনীয় তা এখানে প্রশিক্ষণ দেওয়া হবে। এদিন ফিতে কেটে এই কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী ইমরান শেখ। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য নাবিউল ইসলাম, তৃণমূলের যুব নেতা তথা সমাজসেবী আরমান শেখ, সাদেক আলী ওই কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারের কর্মকর্তা হানিফ শেখ, মিজানুর রহমান সহ অন্যান্যরা।