ইংলিশবাজারের চন্ডিপুর এলাকায় সহায়তা কেন্দ্র করে পরীক্ষার্থীদের হাতে পেন এবং পানীয় জল


মালদা: বৃহস্পতিবার থেকে শুরু হল এবছরের মাধ্যমিক পরীক্ষা। এই বছর জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৯৪৩৯‌। মোট পরীক্ষা কেন্দ্র ১৩৩টি। সুষ্ঠুভাবে মাধ্যমিক পরীক্ষা শেষ করতে তৎপর জেলা পুলিশ প্রশাসন। ঠিক সেই রকমই ময়দানে নেমেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও। জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় বস্তে চলেছেন ছাত্র-ছাত্রীরা। তাই তাদের শুভকামনা এবং পরীক্ষার্থীদের হাতে পেন ও পানীয় জল তুলে দেওয়ার ব্যবস্থা করা হল। বৃহস্পতিবার সকালে ইংলিশবাজারের চন্ডিপুর এলাকায় সহায়তা কেন্দ্র করে পরীক্ষার্থীদের হাতে পেন এবং পানীয় জল তুলে দেন কাজী গ্রাম অঞ্চলের তৃণমূলের উপপ্রধান মন্টু ইসলাম। জানা যায় চন্ডিপুর উচ্চ বিদ্যালয়
এবছর নিবেদিতা হাই স্কুল এবং কাজিগ্রাম হাইস্কুলের সিট পড়েছে। আগত সকল পরীক্ষার্থীদের হাতে দিন পেন এবং জল তুলে দেওয়া হয়। এই বিষয়ে কাজী গ্রাম অঞ্চলের উপপ্রধান মন্টু ইসলাম জানান,ছাত্র-ছাত্রীদের হাতে পানীয় জল এবং পেন তুলে দেওয়ার পাশাপাশি অভিভাবকদের বসার জায়গা সহ যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বলেন। তাই মুখ্যমন্ত্রীর আদর্শকে সামনে রেখে এই উদ্যোগ।

Malda: This year’s secondary examination started on Thursday. The total number of examinees in the district this year is 39439. There are a total of 133 examination centers. The district police administration is trying to complete the secondary examination properly. Representatives of different political parties have also come to the field in the same way. Students are going through the biggest test of their lives. Therefore, arrangements have been made to hand over pens and drinking water to the examinees. On Thursday morning, Montu Islam, deputy chief of The Trinamool Congress in Kazi village area, handed over the pens and drinking water to the examinees at a help center in Chandipur area of Englishbazar. It is known that Chandipur High School
Nivedita high school and Kazigram high school seats this year. Day pens and water were handed over to all the incoming candidates. Montu Islam, deputy head of Kazi village area, said all arrangements have been made to hand over drinking water and pens to the students as well as a place for the parents to sit. Their leader Mamata Banerjee always asked to stand by the people. Therefore, this initiative is in front of the ideology of the Chief Minister.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights