এগরাঃ রেশনের খাদ্যদ্রব্য কম পাওয়ার দাবি নিয়ে পূর্ব মেদিনীপুর এগরা মহাকুমা খাদ্য আধিকারিক মুরোলি সিং এর কাছে ডেপুটেশন জমা দিল ওয়েস্টবেঙ্গল এম আর ডিলার অ্যাসোসিয়েশনের এগরা মহাকুমা শাখার রেশন ডিলারা। রেশন ডিলারদের দাবি আমরা প্রতি জন পিছু ২৩০ গ্রাম চাল এবং ৩০০ গ্রাম আটা কম পেয়েছি । এই পরিস্থিতিতে আগামী বছর থেকে আমরা গ্রাহকদের কী রেশন সামগ্রী বিতরণ করবো তা নিয়ে আমরা চিন্তিত। এ বিষয়ে আমরা বিভিন্ন দপ্তরে জানিও কোন সুরাহা মিলেনি।