বিশ্বজিৎ নাথঃ প্রয়াত প্রাক্তন ফুটবলার ও প্রশিক্ষক সুভাষ ভৌমিক। আজ ভোর রাতে একবালপুরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসপাতাল সূত্রে খবর, সম্প্রতি তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনির অসুখে ভুগছিলেন। প্রায় সাড়ে তিনমাস ধরে তাঁর ডায়লসিস চলছিল। ময়দানে চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগান, এই দুই ক্লাবের হয়েই তিনি খেলেছিলেন। ১৯৭০ সালে এশিয়ান গেমসে ব্রোঞ্জজয়ী ভারতীয় ফুটবল দলের সদস্য ছিলেন সুভাষ ভৌমিক। ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিং ছাড়াও গোয়ার একটি ক্লাবের তিনি প্রশিক্ষক ছিলেন। তাঁর প্রয়ানে ময়দানে শোকের ছায়া নেমে এসেছে।