২০২৩ পঞ্চায়েত নির্বাচনের খবর বারাসাত (পর্ব-২)


সুমাল্য মৈত্রের রিপোর্টঃ  বারাসাত দুই নম্বর ব্লকের খামার পাড়া গ্ৰাম পঞ্চায়েতের ছবি ‌। ভোট এখানে শান্তিপূর্ণ ভাবেই হচ্ছে ‌। সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে বারাসাত দুই নম্বর ব্লকের খামার পাড়া গ্ৰাম পঞ্চায়েতে ভোট পড়েছে ৩৫ শতাংশর মতো‌। তবে হাইকোর্টের নির্দেশে পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন বুথে‌ যে‌ আধা‌ সামরিক‌ বাহিনীর দেওয়ার কথা ছিলো তা কিন্ত দেওয়া হয় নি‌। বরং কাজ চলছে সিভিক‌ ভলেন্টিয়ার্স এবং রাজ্য‌ পুলিশ দিয়েই‌‌। ভোট‌ ঘিরে বারাসাত দুই নম্বর ব্লকের খামার পাড়া গ্রাম পঞ্চায়েতে কোনো ঝামেলার‌ খবর নেই । ভোট আসে ভোট যায়‌ কখনো-সখনো বা চিত্র‌ এক‌ই থাকে আবার চিত্র‌ বদলে‌ যায়‌‌। আজ আট‌ই জুলাই পঞ্চায়েত নির্বাচনের ঢাকে‌ কাঠি‌ পড়ে গেছে শুরু হয়ে গেছে গ্ৰামে গ্ৰামে পঞ্চায়েত নির্বাচন ‌। মোটের‌ ওপর বারাসাত দুই নম্বর ব্লকে বিভিন্ন জায়গায় চোখে পড়ছে বন্ধুত্বের পরিবেশ ‌। বিরোধী শাসক দলের বিভিন্ন প্রার্থীরা একসাথে বসে খোস‌ গল্প করছেন ‌। জনসাধারণের সাথে কথা বলে জানা গেছে বারাসাত দুই নম্বর ব্লকের কীর্তিপূর‌ গ্ৰাম পঞ্চায়েতে সকাল থেকে ভোট পড়েছে কুড়ি শতাংশ ‌। ভোট দাতাদের মধ্যে‌ বেশ উৎসাহ দেখা গেছে‌।তবে কীর্তিপুর‌ নবীন চন্দ্র হাই স্কুলে দেখা মেলেনি কোনো আধা সামরিক বাহিনীর ‌। কাজ চলছে সিভিক‌ ভলেন্টিয়ার্স এবং রাজ্য‌ পুলিশ দিয়েই‌‌ ‌। রোহোন্ডা‌ হাই স্কুল এবং বীরপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এই দুটো স্কুলেই আধা সামরিক বাহিনীর দেখা পাওয়া গেছে আর কোনো বুথেই দেখা পাওয়া যায় নি‌।

Sumalya Maitra’s report: Photo of Khamar Para Gram Panchayat of Barasat Two Block No. Voting is going on peacefully here. Talking to the common people, it is known that the voter turnout in Kham Para Gram Panchayat of Barasat Block No. 2 is about 35 percent. However, according to the order of the High Court, the paramilitary forces were not provided in various booths in the panchayat elections. Rather, the work is going on with civic volunteers and state police. There is no news of any trouble in the Khar Para Gram Panchayat of Barasat Block No. 2 around the polls. Votes come and go sometimes or the picture stays the same and the picture changes. Today, July 8th, the panchayat election has been closed and the panchayat election has started in every village. In total, the atmosphere of friendship can be seen in different places in block number seventy-two. Various candidates of the opposition ruling party are sitting together and talking. Talking to the public, it is known that twenty percent voting has been done since morning in Kirtipur Gram Panchayat of Barasat two block. A lot of enthusiasm was seen among the voters. However, no paramilitary forces were seen in Kirtipur Navin Chandra High School. Work is going on with civic volunteers and state police. Rohonda High School and Birpur Unpaid Primary School both saw paramilitary presence and none of the booths.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights