করিমপুরে অনুষ্ঠিত হলো ঈশ্বরই বিজয়ার প্রীতি সম্মেলন


করিমপুরঃ আজ নদীয়া জেলার করিমপুরে অনুষ্ঠিত হলো ঈশ্বরই বিজয়ার প্রীতি সম্মেলনের অনুষ্ঠান। আয়োজক ছিল করিমপুর সেন্ট্রাল বাজার কমিটি। এই বাজার কমিটির সম্পাদক তথা কমিটির সম্পাদক সুবোধকুমার রায় মহাশয় আমাদের জানান যে ৪৯ তম বর্ষে পদার্পণ করল তাদের এই সম্মেলনী অনুষ্ঠান এবং তিনি আরো বৃহত্তর পর্যায়ে এগিয়ে নিয়ে যেতে চাই অনুষ্ঠানটিকে। মানুষের জন্য তারা সংস্থার পক্ষ থেকে অনেক কিছু করতে চান। নাচ গান আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানটি এগিয়ে চলে এবং অনুষ্ঠানে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয়। বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে অনুষ্ঠানটিএকটি আলাদা মাধুর্য পায়। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিল করিমপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পিন্টু সরকার মহাশয় সুবোধকুমার রায় মহাশয় অশোক আগরওয়াল সহ আরো অনেকে।

Karimpur: A ceremony was held at Karimpur in Nadia district today. Karimpur Central Market Committee was the organizer. Subodh Kumar Roy, secretary of this market committee and secretary of the committee, told us that their conference has entered the 49th year and he wants to take the event forward to a greater level. They want to do a lot on behalf of the organization for the people. The event went ahead with the recitation of dance songs and everyone present at the event was given a sweet face. The show, consisting of eminent personalities, gets a different sweetness. Among the dignitaries, Officer-in-Charge of Karimpur Police Station Pintu Sarkar, Mr. Subodh Kumar Roy, Mr. Ashok Agarwal and many others were present.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights