গোপাল বিশ্বাস,নদীয়া- লোকসভা নির্বাচনের পর্ব মিটতেই ফের তদন্তের গতি বাড়ালো সিবিআই। ফের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে তৎপর সিবিআই। শুক্রবার সিবিআই দফতর নিজাম প্যালেসে ডাকা হয়েছিল নদীয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহাকে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেই শুক্রবার তাকে সিবিআই তলব করেছিলোএমনটাই সূত্রের খবর । শুক্রবার নির্ধারিত সময়ের ১৫ মিনিট পরে নিজাম প্যালেসের প্রবেশ করলেন তাপস সাহা। সিবিআই দফতরে প্রবেশ করার সময় তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সিবিআই ডেকেছে জিজ্ঞাসাবাদে সাহায্য করার জন্য এসেছি।’ সিবিআই সূত্রে খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা এদিন তার ভয়েস স্যাম্পেলের জন্যই তাকে ডেকে পাঠানো হয়েছে। প্রসঙ্গত এর আগেও সিবিআই তাপস কে জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে তলব করেছিল তখনও তিনি হাজিরা দিয়েছিলেন। এর আগে নদিয়ার কড়ুইগাছিতে বিধায়কের বাড়িতে তেহট্টের তৃণমূল বিধায়কের বাড়ি থেকে বেশ কিছু নথিপত্র এবং দু’টি মোবাইল বাজেয়াপ্ত করেছিলেন তদন্তকারীরা। সূত্রের খবর, একটি বন্ধ ফ্ল্যাট থেকে কমপক্ষে ৬৭টি নথি বাজেয়াপ্ত করেছিল সিবিআই। দু’টি মোবাইলও বাজেয়াপ্ত করা করেছিল সিবিআই ।